১.৮ গ্যাস এর আণবিক গতিতত্ত: বর্গমূল গড় বর্গ বেগ ও অন্যান্য গতিবেগ, গ্যাস কনার গতিশক্তির হিসাব

কোন গ্যাসটির ব্যাপন হার সবচেয়ে বেশি?

কবীর স্যার

গ্যাসের ব্যাপন হার, r1M r \propto \frac{1}{\sqrt{M}}

যার আনবিক ভর কম তার বিক্রিয়ার হার বেশী।

CO₂ এর আনবিক ভর = 44

O₂ এর আনবিক ভর =32

N₂ এর আনবিক ভর =28

H₂ এর আনবিক ভর =2

H₂ গ্যাসের ব্যাপন হার বেশী।

১.৮ গ্যাস এর আণবিক গতিতত্ত: বর্গমূল গড় বর্গ বেগ ও অন্যান্য গতিবেগ, গ্যাস কনার গতিশক্তির হিসাব টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো