ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ

কোন ডেটাবেজের ব্যবহার অপেক্ষাকৃত সহজ?

SQL (Structured Query Language): SQL. এর পূর্ণনাম হলো Structured Query Language। এটি একটি শক্তিশালী ডেটা ম্যানিপুলেশন ল্যাংগুয়েজ। SQL ইংরেজি ভাষার মতো নির্দেশ দিয়ে কম্পিউটার ব্যবহার এবং ডেটাবেজের সাথে সংযোগ স্থাপন করে ডেটা আদান-প্রদান করতে পারে। এর সাহায্যে সহজেই ডেটা সংরক্ষণ, ক্যুয়েরি, রিপোর্ট ইত্যাদি তৈরি করা যায়। এজন্য SQL কে অতি উচ্চস্তরের ভাষা বলা হয়।

ডেটাবেজ রিলেশন এবং এর বিভিন্ন প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

একাধিক রেকর্ডের সাথে একাধিক রেকর্ড সম্পর্কযক্ত হয় কোন রিলেশনশীপে?

উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও :

ID

Name

Address

1001

Anika Azad

Kushtia

1002

Shafin Hasan

Dhaka

1003

Adnan Jaami

Rangpur

Table-1

SL

Designation

Address

1

Manager

40,000

2

Officer

25,000

3

Accountant

50,000

Table-2

উক্ত টেবিলদ্বয় থেকে যাদের বেতন 40,000 বা তার চেয়ে বেশি তাদের নাম ও পদবী দেখাতে বলা হলো। "খ" নামক ব্যক্তি শর্ত সাপেক্ষে কমান্ড দিয়েই উক্ত কাজটি করে দিল কিন্তু এই প্রক্রিয়ায় একটু বেশি সময় নিচ্ছির। 'গ' নামক ব্যক্তি বললো, একটি গুরুত্বপূর্ণ ফাইল তৈরি করলে উক্ত কাজটি অনেকটা দ্রুত হবে তবে ডেটা এন্ট্রিতে একটু বেশি সময় নেবে।

বর্তমানে বিশ্বব্যপী ও জনপ্রিয় ও বহুল ব্যবহৃত রিলেশনাল ডেটাবেজ হচ্ছে-

i. পোস্টগ্রেস

ii. মাইক্রোসফট অ্যাকসেস

iii. এসকিউয়েলাইট নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি কি-ফিল্ড?