আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক
কোন দেশ রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে বক্তব্য দিয়েছে?
• রোহিঙ্গা গণহত্যা বিষয়ে আন্তর্জাতিক আদালতে মামলা করে গাম্বিয়া।
• আন্তর্জাতিক আদালতে গাম্বিয়া মামলা করে- ৩টি। যথা:
• আন্তর্জাতিক আদালতে (ICJ) মামলা করে- ১১ নভেম্বর, ২০১৯ সালে।
• আর্জেন্টিনা আদালতে মামলা করে- ১৩ নভেম্বর, ২০১৯ সালে।
• আন্তজার্তিক অপরাধ আদালতে (ICC) মামলা করে- ১৪ নভেম্বর, ২০১৯ সালে।
• নেদারল্যান্ডের দ্য হেগের পিস প্যালেসে ১০ ডিসেম্বর, ২০১৯ গাম্বিয়ার প্রতিনিধি দল আদালতে গণহত্যার বিষয়ে বক্তব্য দিয়েছে।
• আন্তর্জাতিক আদালতে (ICJ) রায় প্রদান করে ৪টি পর্যবেক্ষক দেয়- ২৩ জানুয়ারি, ২০২০ সালে।
• মামলার নেতৃত্ব দেন গাম্বিয়ার আইন বিচার মন্ত্রী- আবু বাকার তাম্বাদু।