হাইড্রার চলন ও জনন পদ্ধতি এবং হাইড্রার মিথোজীবিতা
কোন ধরনের চলন পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব অতিক্রম করে?
লুপিং(Looping)বা ফাসচলন: লম্বা দূরত্ব অতিক্রম এর জন্য হাইড্রা সাধারণত লুপিং চলনের আশ্রয় নেয়।
কোন প্রজাতির হাইড্রায় মিথোজীবিতা দেখা যায়?
লুপিং–
নিচের কোনটি সঠিক?
Hydra-র একটি ডিগবাজীতে কয়টি লুপ গঠিত হয়?
একটি দ্বিস্তরী প্রাণীর বহিঃত্বকে এক ধরনের কোষ রয়েছে। এটি প্রশ্নটিকে শিকার, আশ্রয় এবং চলনে সাহায্য করে। একটি সবুজ শৈবালও এর গ্যাস্ট্রোডার্মিসে বাস করে। এই সহাবস্থানের ফলে উভয়ই উপকৃত হয়।