৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
কোন ধরনের মৌলকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয় ?
s-ব্লক ও p-ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল (normal or representative elements) বলা হয়; কারণ এদের যোজ্যতা স্তরে অরবিটালসমূহ সাধারণ নিয়ম মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে থাকে । অর্থাৎ এসব মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম যেমন আউফবাউ নীতি মেনে চলে।
সাধারণত পানি দিয়ে আগুন নেভানাে হয়। কিন্তু নিচের কোন মৌলে পানি দিলে আগুন ধরে যায়?
পর্যায় সারণীতে একই পর্যায়ে বাম হতে ডানে গেলে কতগুলো ধর্ম পরিবর্তিত হয়। ধর্ম পরিবর্তনের ক্ষেত্রে কোনটি মিথ্যা?
d-ব্লকের মৌল সংখ্যা কয়টি?
নিচের অবস্থান্তর মৌলের আয়নের সিরিজের কোন সিরিজে সকল অবস্থান্তর আয়ন সমূহেরইলেকট্রনিক কনফিগারেশন আছে?