৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী

কোন ধরনের মৌলকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয় ?

s-ব্লক ও p-ব্লকের মৌলসমূহকে আদর্শ বা প্রতিনিধি মৌল (normal or representative elements) বলা হয়; কারণ এদের যোজ্যতা স্তরে অরবিটালসমূহ সাধারণ নিয়ম মতে ইলেকট্রন দ্বারা পূর্ণ হয়ে থাকে । অর্থাৎ এসব মৌলের ইলেকট্রন বিন্যাস সাধারণ নিয়ম যেমন আউফবাউ নীতি মেনে চলে।

৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী টপিকের ওপরে পরীক্ষা দাও