এপ্রিল ২০২৪

কোন ধূমকেতু এক শতাব্দীর মধ্যে প্রথমবারের মতো পৃথিবীর কাছে আসবে?

জ্যোতির্বিজ্ঞানীরা বলছে, প্রায় এক শতাব্দীর মধ্যে এই প্রথমবারের মতো পৃথিবীর এতটা কাছাকাছি আসবে এই ধূমকেতু। যা পৃথিবীর মানুষ খালি চোখে তা দেখতে পারবে। ১২পি/পনস–ব্রুকস নামে এই ধূমকেতুটি মাউন্ট এভারেস্টের সমান। অনেক সময় একে শয়তান ধূমকেতু নামেও ডাকা হয়।

এপ্রিল ২০২৪ টপিকের ওপরে পরীক্ষা দাও