৩.২ রাসায়নিক সমীকরণ থেকে উৎপাদ গ্যাস এর আয়তন নির্ণয়
কোন নির্দিষ্ট ভরের হাইড্রোকার্বনকে সম্পূর্ণ দহন করলে 88g CO2 ও 18g H2O উৎপন্ন করল। হাইড্রোকার্বনটির C ও H এর অনুপাত কত?
উৎপন্ন CO এর মোল সংখ্যা
:CH যৌগে xy মান বসিয়ে ভূমি; CH ; C:H = 2:2
A colorless organic compound contains 59.2% C,13.6% H and the rest is Oxygen.The vapour density of the compound is 30.In the presence of H2SO4 the compound reacts with acetic acid and form a compound which has sweer smell of ripe fruit.The compound is
If 0.3 mol Zn is added to HCl containing 0.52 mol HCl, how many moles of H2 are produced?
1 কেজি বিশুদ্ধ পানিতে কতগুলো অণু থাকবে?
এক টুকরা সাদা ফসফরাস (পা' ভর 31) বাতাসে নিক্ষেপ করা হল এবং প্রজ্জ্বলিত হল।এই ঘটনার উপর ভিত্তি করে নিম্নের প্রশ্নগুলোর উত্তর দাও।
(a) বাতাসে ঘটমান রাসায়নিক বিক্রিয়াটি বিক্রিয়ক এবং উৎপাদের ভৌত অবস্থাসহ লিখ।
(b) উৎপাদের পরিমাণ ছিল 2.84g. বাতাসে কি পরিমাণ (গ্রামে) ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল? কত মোল ফসফরাস নিক্ষেপ করা হয়েছিল?