আঠারো বছর বয়স
কোন পংক্তিটি 'আঠারো বছর বয়স' কবিতায় নেই?
‘আঠারো বছর বয়স ‘ কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত -
আঠারো বছর বয়সে কী উঁকি দেয়?
সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
তরুণ নামের জয়মুকুট শুধু তাহারই যাহার শক্তি অপরিমাণ, গতিবেগ ঝঞ্ঝার ন্যায়, তেজ
নির্মেঘ আষাঢ় মধ্যাহ্নের মার্তন্ড প্রায়; বিপুল যাহার আশা, ক্লান্তিহীন যাহার উৎসাহ,
বিরাট যাহার ঔদার্য, অফুরন্ত যাহার প্রাণ, অটল যাহার সাধনা, মৃত্যু যাহার মুঠিতলে।