কৈশিকতা ও স্পর্শ কোণ
কোন পদার্থ কাঁচকে ভেজায় না?
স্পর্শ কোণ 90° অপেক্ষা কম হলে সূক্ষ্ম স্পর্শ কোণ হবে। যে সব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা কম সেসব তরল সাধারণত কঠিনকে ভিজায়। এসব ক্ষেত্রে স্পর্শ কোণ সূক্ষ্ম কোণ হবে। যেমন পানি। ।
আর স্পর্শ কোণ 90° অপেক্ষা বড় হলে স্থূল স্পর্শ কোণ হয়। যে সব তরলের ঘনত্ব কঠিনের ঘনত্ব অপেক্ষা বেশি, সেসব তরল সাধারণত কঠিনকে ভিজায় না। এক্ষেত্রে স্পর্শ কোণ স্থূলকোণ হবে। যেমন পারদ। ।

Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি কৌশিক নলের ব্যাসার্ধ 0.1mm । একে 1.2 x 103 kgm-3 ঘনত্বের তরলে ডুবালে তরলটি নলে 15 cm উচ্চতায় উঠে। তরলটির পৃষ্ঠটান কত Nm-1?
যে সমস্ত তরল দ্বারা কাচ ভিজে না তাদের স্পর্শ কোণ হবে-
কঠিনের ঘনত্ব ρs, তরলের ঘনত্ব ρL এবং স্পর্শ কোন θ হলে
কোনটি সঠিক?
স্পর্শ কোণ নির্ভর করে-
i. কঠিন ও তরলের প্রকৃতির উপর
ii. তরলের উচ্চতার উপর
iii. কঠিন ও তরলের বিশুদ্ধতার উপর
নিচের কোনটি সঠিক?