তাপীয় সূত্র

কোন প্রক্রিয়ায়, কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়?

Ctg B 24

যে প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়, তাকে সমোষ্ণ প্রক্রিয়া (Isothermal Process) বলা হয়।

সমোষ্ণ প্রক্রিয়ায়:

- তাপমাত্রা অপরিবর্তিত থাকে (অর্থাৎ, ΔT=0 \Delta T = 0 )।

- প্রথম মূলসূত্র অনুযায়ী, ΔU=0 \Delta U = 0 , অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত থাকে।

তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী:

Q=ΔU+WQ = \Delta U + W

এখানে, ΔU=0 \Delta U = 0 হলে সমীকরণটি দাঁড়ায়:

Q=WQ = W

সুতরাং, সমোষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণ কৃতকাজে রূপান্তরিত হয়।

তাপীয় সূত্র টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question