তাপীয় সূত্র
কোন প্রক্রিয়ায়, কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়?
যে প্রক্রিয়ায় কোনো ব্যবস্থা কর্তৃক কৃতকাজ ব্যবস্থায় সরবরাহকৃত তাপশক্তির সমান হয়, তাকে সমোষ্ণ প্রক্রিয়া (Isothermal Process) বলা হয়।
সমোষ্ণ প্রক্রিয়ায়:
- তাপমাত্রা অপরিবর্তিত থাকে (অর্থাৎ, )।
- প্রথম মূলসূত্র অনুযায়ী, , অর্থাৎ অভ্যন্তরীণ শক্তি অপরিবর্তিত থাকে।
তাপগতিবিদ্যার প্রথম সূত্র অনুযায়ী:
এখানে, হলে সমীকরণটি দাঁড়ায়:
সুতরাং, সমোষ্ণ প্রক্রিয়ায় সরবরাহকৃত তাপশক্তি সম্পূর্ণ কৃতকাজে রূপান্তরিত হয়।