বাক্য প্রকরণ

কোন বাক্যটি শুদ্ধ?

CU B 21-22(Evening)

কতিপয় বাক্যের অশুদ্ধ ও শুদ্ধরূপ-

অশুদ্ধ

শুদ্ধ

সকল লোকেরাই ক্ষমা প্রার্থনা করেছিল।

সকল লোক ক্ষমা প্রার্থনা করেছিল।

সে কোর্টে সাক্ষী দিয়েছে।

সে কোর্টে সাক্ষ্য দিয়েছে।

আমি কোর্টে সাক্ষী দিতে যাচ্ছি।

আমি কোর্টে সাক্ষ্য দিতে যাচ্ছি।

আমি আসিতে থাকবো।

আমি আসতে থাকবো।

বাক্য প্রকরণ টপিকের ওপরে পরীক্ষা দাও