অ্যামাইটোসিস,মাইটোসিস,কোষ চক্র
কোন বিজ্ঞানী কোষ বিভাজন আবিষ্কার করেন?
৩৯০ কোটি বছর পূর্বে যখন আদিকোষী জীবের উৎপত্তি ঘটেছিল, তখন তারা ছিল এককোষী। ঐ এককোষী জীবগুলো অতি সাধারণ প্রক্রিয়ায় নিজেদের সংখ্যাবৃদ্ধি করতো। তারপর ১৮৫ কোটি বছর পূর্বে প্রকৃতকোষী জীবের উৎপত্তির মাধ্যমে পরবর্তীতে বহুকোষী জীবদেহ গঠন শুরু হয়। প্রজনন এবং বহুকোষী দেহের বিকাশ সবকিছুর মূলেই রয়েছে কোষ বিভাজন। অর্থাৎ কোষ বিভাজন হলো জীবের দৈহিক বৃদ্ধি ও প্রজননের জন্য এক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া। ওয়াল্টার ফ্লেমিং (Walther Flemming) ১৮৮২ সালে সর্বপ্রথম Triturus maculosa (সামুদ্রিক স্যালামান্ডার)-এ কোষ বিভাজন প্রত্যক্ষ করেন। কোষ বিভাজনের ফলে সৃষ্ট নতুন কোষগুলোকে (দু'টি বা চারটি) অপত্য কোষ (daughter cell) বলে । আর যে কোষে বিভাজন ঘটে তাকে মাতৃকোষ (mother cell) বলে। কোষ বিভাজন প্রক্রিয়াগুলোর মধ্যে যেমন অতীব সরল কৌশল রয়েছে, তেমনি রয়েছে অত্যন্ত জটিল।
mitosis এর ক্ষেত্রে-
দেহ কোষের নিউক্লিয়াস বিভাজিত হয়ে সমআকৃতি ও সমগুণসম্পন্ন দুটি অপত্য নিউক্লিয়াস সৃষ্টির মাধ্যমে দুটি অপত্য কোষে পরিণত হয় সেই কোষ বিভাজনই মাইটোসিস। নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান শ্লাইখার(Schleicher-1879 ) এবং নাম দেন ক্যারিওকাইনেসিস। পরে ওয়াস্টার ফ্লেমিং (Walter Flemming, 1882) এ প্রকার পর্ণ বিভাজনকে মাইটোসিস নামে অভিহিত করেন।
মাইটোসিস এর ক্ষেত্রে নিউক্লিয়াসের এরূপ বিভাজন প্রথম দেখতে পান শ্লাইখার(Schleicher-1879) এবং নাম দেন ক্যারিওকাইনেসিস।