২.১৫ পলিমার
কোন যৌগটি পলিমার তৈরী করতে পারে?
C₆H₅-CH=CH₂ এটি স্টাইরিন নামে পরিচিত।
পলিমার তৈরির জন্য এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনোমার।
স্টাইরিনের পলিমারাইজেশন বিক্রিয়ায় পলিস্টাইরিন উৎপন্ন হয়।
CH₃-CH₃ এবং CH₃-CH₃-OH পলিমার তৈরি করতে পারে না। পলিমার তৈরির জন্য মনোমার যৌগ দিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে হয়। কিন্তু এই উভয় যৌগ দ্বিবন্ধন বা ত্রিবন্ধন নেই তাই এরা পলিমার তৈরি করতে পারে না।
অ্যাসিটোনে দ্বিবন্ধন থাকা সত্ত্বেও এটি পলিমার তৈরি করতে পারেনা।কারণ এর কার্বনিল গ্রুপে যে দ্বিবন্ধন রয়েছে তা খুবই স্থিতিশীল তাই পলিমারাইজেশনে অংশগ্রহণ করে না