বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক

কোন সংখ্যা থেকে বিয়োগ করতে নেগেটিভ সংখ্যাকে কী করতে হয়?

২-এর পরিপূরক (2's Complement):

সাইন বিট দিয়ে সংখ্যার পজেটিভ এবং নেগেটিভ প্রকাশ করার জটিলতা থেকে রক্ষা পাওয়ার একটি চমৎকার পদ্ধতি রয়েছে। সেটি হচ্ছে ২-এর পরিপূরক (2's complement) বিষয়টি বোঝার আগে আমরা নেগেটিভ সংখ্যা বলতে কী বোঝাই সেটি বুঝে নেই। একটি সংখ্যার সাথে যে সংখ্যাটি যোগ করলে যোগফল শূন্য হবে সেটিই হচ্ছে তার নেগেটিভ সংখ্যা। কাজেই আমাদেরকে কোনো একটি বাইনারি সংখ্যা দেওয়া হলে আমরা এমন আরেকটি বাইনারি সংখ্যা খুঁজে বের করব, যেটি যোগ করলে যোগফল হবে শূন্য।

বাইনারি যোগ বিয়োগ ও দুই এর পরিপূরক টপিকের ওপরে পরীক্ষা দাও