সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ

কোন সভ্যতায় প্রথম সংখ্যার লিখিতরূপ পাওয়া যায়?

খ্রিস্টপূর্ব ৩৪০০ সালে মিশরীয়রা হায়ারোগ্লিফিক্স (Hieroglyphics) চিহ্ন বা সংখ্যা পদ্ধতি ব্যবহারের মাধ্যমে সর্বপ্রথম গণনার কাজে লিখিত সংখ্যা বা চিহ্নের প্রচলন শুরু করে। মিশরীয়দের হায়ারোগ্লিফিক্স পদ্ধতিতে ১ এর জন্য একটি টান ব্যবহারের পাশাপাশি প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য আলাদা সংখ্যা ব্যবহার না করে, দশগুণোত্তর হারে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য ভিন্ন ভিন্ন প্রতীক বা চিহ্ন ব্যবহার করত।

সংখ্যা পদ্ধতির ইতিহাস ধারণা ও প্রকারভেদ টপিকের ওপরে পরীক্ষা দাও