মায়োসিস ও এর ধাপ
কোষ বিভাজনের কোন উপধাপে 'X' আকৃতির Chiasma সৃষ্টি হয়?
প্যাকাইটিন : ক্রমাগত সংকোচনের ফলে এ উপ-পর্যায়ে ক্রোমোসোমগুলোকে আরও খাটো ও মোটা দেখা যায়। এ পর্যায়ে সর্বপ্রথম বাইভেলেন্টের প্রতিটি ক্রোমোসোমকে সেন্ট্রোমিয়ার ব্যতীত অনুদৈর্ঘ্যে দুটি ক্রোমাটিডে বিভক্ত দেখা যায়, অর্থাৎ প্রতি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রোমাটিড থাকে। এ অবস্থাকে টেট্রাড বলে। প্যাকাইটিনের পূর্বে প্রতিটি ক্রোমোসোমের দুটি করে ক্রোমাটিড দৃষ্টিগোচর হয় না। একই ক্রোমোসোমের দুটি ক্রোমাটিডকে সিস্টার ক্রোমাটিড বলে এবং একই জোড়ার দুটি ভিন্ন ক্রোমোসোমের ক্রোমাটিডকে নন-সিস্টার ক্রোমাটিড বলে। এ উপ-পর্যায়ের শেষের দিকে বাইভেলেন্টের যেকোনো দুটি নন-সিস্টার ক্রোমাটিড সম্ভবত একই স্থানে ভেঙে গিয়ে পুনরায় একটির সাথে অন্যটির জোড়া লাগে। ফলে ঐ জোড়ার স্থানে একটি ইংরেজি ‘X’ আকৃতির বা ক্রস চিহ্নের মতো অবস্থা সৃষ্টি হয়। দুটি নন-সিস্টার ক্রোমাটিডের ‘X’ আকৃতির বা ক্রস চিহ্নের মতো জোড়াহুলকে একবচনে কায়াজমা (GR, Chiasma cross) এবং বহুবচনে কায়াজমাটা বলে। নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে।
মেটাফেজ-১ এর পূর্ববর্তী ধাপের উপপর্যায় হল-
মেটাকাইনেসিস
প্যাকাইটিন
ডিপ্লোটিন
নিচের কোনটি সঠিক?
প্যাকাইটিন উপদশায় ঘটে—
ক্রসিং ওভার ঘটে
প্রতিটি ক্রোমোজমকে সেন্ট্রমিয়ার ব্যতিত অনুদৈর্ঘ্য দুটি ক্রোমাটিড বিভক্ত হতে দেখা যায়
প্রতিটি বাইভালেন্ট দুটি সেন্ট্রোমিয়ার ও চারটি ক্রোমাটিড থাকে
স্পোরোফাইটিক উদ্ভিদে কোথায় মিয়োসিস ঘটে?