২.১১ ইথার, কার্বনিল যৌগ: অ্যালডিহাইড, কিটোন
ক্যানিজারো বিক্রিয়ায় অংশগ্রহণ করে–
ক্যানিজারো বিক্রিয়া হল একটি রাসায়নিক বিক্রিয়া যেখানে গাঢ় ক্ষার দ্রবণে আলফা কার্বনবিহীন কিংবা অবস্থানের হাইড্রোজেনবিহীন দুই অণু অ্যালডিহাইড যুগপৎ জারিত ও বিজারিত হয়ে যথাক্রমে অ্যালকোহল এবং কার্বোক্সিলিক এসিডের লবণে পরিণত হয়।
* ক্যানিজারো বিক্রিয়ার শর্ত হলো:
(১) -H বিহীন অ্যালডিহাইডে ক্যানিজারো বিক্রিয়া ঘটে।
(২) গাঢ় ক্ষার দ্রবণ NaOH(aq) এর উপস্থিতিতে কার্বনায়ন সৃষ্টি হয়।
(৩) আন্তঃআণবিক জারণ-বিজারণ সহকারে অসামঞ্জস্যতা বিক্রিয়া ঘটে।
'A' একটি চার কার্বনবিশিষ্ট অসম্পৃক্ত জৈব যৌগ Zn -এর উপস্থিতিতে, ওজোনোলাইসিস করলে কিটোন (B) ও অ্যালডিহাইড (C) পাওয়া গেল।
ও যৌগগুলোর ক্ষেত্রে নিম্নের কোন উক্তিটি সঠিক?
উদ্দীপক মতে
A হ্যালোফর্ম বিক্রিয়া দেয়
B- ক্যানিযারো বিক্রিয়া দেয়না
M এর সাথে HBr এর যুত বিক্রিয়ায় মার্কনিকভ সূত্র প্রযোজ্য
নিচের কোনটি সঠিক?