ক্রোসিং ওভার

ক্রসিংওভার হয়-

  1. সিস্টার ক্রোমাটিডের মধ্যে
  2. নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে 
  3. হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে 

নিচের কোনটি সঠিক?

আজিবুর স্যার

ক্রস চিহ্নের মতো জোড়াছলকে একবচনে কায়াজমা (Gk. Chiasma = cross) এবং বহুবচনে কায়াজমাটা বলে। নন-সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিং ওভার বা ক্রস ওভার বলে। কোনো কোনো বাইভেলেন্টে (বিশেষ করে যদি খাটো হয়) কায়াজমা একবারেই উৎপন্ন না হতে পারে; আবার কোনো কোনো বাইভেলেন্টে (বিশেষ করে যদি দীর্ঘ হয়) একাধিকও হতে পারে। কায়াজমাটা সৃষ্টির ফলে যে ক্রসিং ওভার হয় তাতে ক্রোমোসোমে গুণগত পরিবর্তন সাধিত হয়। এ পর্যায়েও নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ দেখা যায়।

ক্রোসিং ওভার টপিকের ওপরে পরীক্ষা দাও