ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র

ক্রাঞ্জ অ্যানাটমি পাওয়া যায়—

AMC 24

ক্রাঞ্জ জার্মান শব্দ, যার অর্থ ফুলের তোড়ার মতো সাজানো ব্যবস্থা। উদ্ভিদের পাতার বান্ডল সীথের চারপাশে ক্ষুদ্র ক্লোরোপ্লাস্টযুক্ত মেসোফিল টিস্যুর বিশেষ বলয় সৃষ্টি হয় তাকেই বলা হয়ে থাকে ক্রাঞ্জ অ্যানাটমি।

ক্রাঞ্জ অ্যানাটমি সাধারণত C4 উদ্ভিদগুলোতে দেখা যায়। এই উদ্ভিদগুলো উচ্চ তাপমাত্রা ও শুষ্ক পরিবেশে খাপ খাইয়ে নিতে পারে এবং কার্বন ডাইঅক্সাইডকে খুব দক্ষতার সাথে গ্রহণ করে।

ক্যালভিন চক্র ও হ্যাচ এন্ড স্ল্যাক চক্র টপিকের ওপরে পরীক্ষা দাও