cryosurgery
ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
১৯৫০ সালে ড. রে এলিংটন ক্রায়োসার্জারিতে ভরল নাইট্রোজেন প্রয়োগ করেন। আধুনিক ক্রায়োসার্জারির পথ চলা শুরু হয় ডঃ ইরভিং কুপার এর হাত ধরে। পরবর্তীতে অন্যান্য ক্রায়োজনিক এজেন্ট যেমন- নাইট্রাস অক্সাইড, কার্বন ডাই-অক্সাইড, আর্গন, ইথাইল ক্লোরাইড এবং ফ্লোরিনেটেড হাইড্রোকার্বন ব্যবহার করে ক্রায়োসার্জিক্যাল চিকিৎসায় আরো উন্নতি সাধন করা হয়। যে তাপমাত্রায় বরফ জমাট বাঁধে, দেহকোষে তার চেয়েও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে ক্রায়োসার্জারি কাজ করে। এতে নিম্ন তাপমাত্রায় দেহকোষের অভ্যন্তরস্থ বরফ ক্রিস্টালগুলোর বিশেষ আকার বা বিন্যাসকে ছিন্ন করে দূরে সরিয়ে দেয়া যায় ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রযুক্তি নির্ভর ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসকদের জন্য প্রযোজ্য-
i. ক্রায়োজনিক এজেন্ট
ii. ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ
iii. ক্রায়োপ্রোব
নিচের কোনটি সঠিক?
ক্রায়োসার্জারির সুবিধা হলো-
i. এতে রোগীর ঝুঁকি কম
ii. ব্যাথানাশক ব্যবহূত হয় না
iii. কাঁটাছেঁড়ার প্রয়োজন কম
নিচের কোনটি সঠিক?
ক্রায়োসার্জারিতে ফ্যাকাশে কোষ ধ্বংস করার জন্য কোন তাপমাত্রা প্রয়োগ করা হয়?