cryosurgery
ক্রায়োসার্জারিতে নিচের কোনটি ব্যবহৃত হয়?
ক্রায়োসার্জারিতে সাধারণত লিকুইড নাইট্রোজেন (তরল নাইট্রোজেন) ব্যবহার করা হয়। এটি একটি বিশেষ ধরনের চিকিৎসা পদ্ধতি যেখানে তীব্র ঠান্ডা তাপমাত্রার মাধ্যমে টিস্যু ধ্বংস করা হয়। এই পদ্ধতিটি ত্বকের ওয়ার্ট, টিউমার, বা অন্যান্য ক্ষতিকারক টিস্যু অপসারণে ব্যবহার করা হয়।
ডা: নাদিয়া কৃত্রিম অপারেশনের মাধ্যমে সার্জারীর প্রশিক্ষণ গ্রহণ করেন। পরবর্তীতে সার্জারী করার জন্য অপারেশন থিয়েটার প্রবেশের সময় একটি যন্ত্রের দিকে তাকালে কক্ষের দরজা খুলে যায়।
প্রযুক্তি নির্ভর ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসকদের জন্য প্রযোজ্য-
i. ক্রায়োজনিক এজেন্ট
ii. ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ
iii. ক্রায়োপ্রোব
নিচের কোনটি সঠিক?
ক্রায়োসার্জারিতে কোন গ্যাস ব্যবহৃত হয়?
ক্রায়োসার্জারির সুবিধা হলো-
i. এতে রোগীর ঝুঁকি কম
ii. ব্যাথানাশক ব্যবহূত হয় না
iii. কাঁটাছেঁড়ার প্রয়োজন কম
নিচের কোনটি সঠিক?