সবাত শ্বসন
ক্রেবস চক্রের প্রধান কাঁচামাল কি?
অ্যাসিটাইল-CoA গ্লাইকোলাইসিস ও ক্রেবস চক্রের মধ্যে সেতু বন্ধন রচনা করে। জার্মান বিজ্ঞানী Sir Hans Adolf Krebs (১৯৩৭) দেখান যে, দুই কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল-CoA একটি চার কার্বন যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ছয় কার্বন যৌগ সৃষ্টি করে। এ যৌগ থেকে দুটি কার্বন ডাইঅক্সাইড অণু বের হয়ে যাওয়ায় পুনরায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হয়। বিজ্ঞানীর নামানুসারে এ পর্যায়ের বিক্রিয়াসমূহকে ক্রেবস চক্র বলা হয়।
কার্বন বিজারণের গতিপথের উপর ভিত্তি করে উদ্ভিদসমূহকে দুই দলে ভাগ করা যায়। প্রথম দলের উদাহরণ হলো আম ও কাঁঠাল এবং দ্বিতীয় দলের উদাহরণ হলো ভূট্টা ও আখ।
দ্বিতীয় দলের উদ্ভিদে - এর গ্রাহক কোনগুলো?
ফসফোইনল পাইরুভিক এসিড
রাইবুলোজ -৫-ফসফেট
রাইবুলোজ-১,৫ বিসফসফেট
নিচের কোনটি সঠিক?
ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়?
Cyt-a3 তে O2 এর জারণের সময় অণুঘটক হিসেবে কাজ করে কোনটি?