সবাত শ্বসন
ক্রেবস চক্র কোথায় সম্পন্ন হয়?
যে চক্র তে অ্যাসিটাইল CoA এর অক্সালো এসিটিক এসিডের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড , শক্তি অনু, উৎপন্ন করে এবং অক্সালো অ্যাসিটিক এসিড পুনরুৎপাদিত হয় তাকে ক্রেবস চক্র বলে। এর সংগঠনস্থল হলো মাইটোকন্ড্রিয়ন এর ম্যাট্রিক্স।