ক্রোমাটোগ্রাফির প্রাথমিক ধারণা
ক্রোমাটোগ্রাফির দশা কয়টি ?
যে বিশ্লেষণ মূলক পদ্ধতিতে জৈব যৌগের দুই বা ততোধিক উপাদানের কোনো মিশ্রণ অপর একটি সচল মাধ্যমকে উক্ত স্থির মাধ্যমের সংস্পর্শে প্রবাহিত করে মিশ্রণের উপাদানগুলোকে অধিশোষণ মাত্রা কিংবা বন্টন সহগের উপর ভিত্তি করে এদেরকে বিভিন্ন স্তরে পৃথক করার পদ্ধতিকে ক্রোমোটাগ্রাফি বলে। ক্রোমোটাগ্রাফিতে দুটি মাধ্যমে থাকে
১. স্থির মাধ্যম
২. সচল মাধ্যম।
সাধারণত তরল বা গ্যাসীয় পদার্থ সচল মাধ্যম হিসাবে এবং কঠিন পদার্থকে স্থির মাধ্যম হিসাবে ব্যবহার করা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
গ্যাস ক্রোমাটোগ্রাফিতে সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ?
ক্রোমেটোগ্রাফি দ্বারা নিম্নোক্ত কাজ করা হয়-
নমুনার উপাদান পৃথক করা যায়
নমুনার উপাদান শনাক্ত করা যায়
নমুনার বিশুদ্ধতা পরীক্ষা করা যায়
নিচের কোনটি সঠিক?
মাইক্রো অ্যানালাইসিস পদ্ধতি হল-
HPLC
AAS
NMR
নিচের কোনটি সঠিক?
কোন ক্রোমাটোগ্রাফিতে হিলিয়াম গ্যাস সচল মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় ?