মাইটোসিস ও এর ধাপ

ক্রোমোজমাল নৃত্য পরিলক্ষিত কোষ বিভাজনের কোন পর্যায়ে? 

আলীম স্যার

ক্রোমোজোমে নিত্য দেখা যায়

প্রো-মেটাফেজ(prometaphase) দশায়।

প্রো-মেটাফেজ (Pro Metaphase)

*স্পিন্ডল যন্ত্র তৈরি সম্পন্ন হয়।

*নিউক্লিয়াস ও নিউক্লিয়ার মেমব্রেন বিলুপ্ত হয়।

*ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায়।

*ট্র্যাকশন ফাইবারের সাহায্যে ক্রোমোজোম সেন্ট্রোমিয়ারে সঙ্গে যুক্ত হয় (কাইনেটোকোর প্রোটিনে)।

মাইটোসিস ও এর ধাপ টপিকের ওপরে পরীক্ষা দাও