১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:
বঞ্চিত, ভরসা, অদ্বিতীয়, অধ্যক্ষ, লক্ষ, অরণ্য, আহ্বান, প্রভাত।
(ক) উত্তরঃ
১। শব্দের আদিতে যদি 'অ' থাকে এবং তারপরে 'ই'-কার, 'উ'-কার, থাকে তবে সে- 'অ' এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ অভিধান (ওভিধান), অভিযান (ওভিজান), অতি (ওতি), মতি (মোতি), অতীত (ওতিত্), অধীন (অধীন্) ইত্যাদি।
২। শব্দের আদ্য-'অ' এর পরে 'য'-ফলাযুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে 'অ'-এর উচ্চারণ প্রায়শ 'ও'-কারের মতো হয়। যেমনঃ অদ্য (ওদ্দো), অন্য (ওন্নো), অত্যাচার (ওত্তাচার), কন্যা (কোন্না), বন্যা (বোন্না) ইত্যাদি।
৩। শব্দের আদ্য-'অ' এর পর 'ক্ষ', 'জ্ঞ', থাকলে, সে 'অ'পের উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়ে থাকে। যথাঃ অক্ষ (ওক্খো), দক্ষ (দোক্খো), যক্ষ (জোক্খো), লক্ষণ (লোক্খোন্), যজ্ঞ (জোগ্গোঁ), লক্ষ (লোক্খো), রক্ষা (রোক্খা) ইত্যাদি।
৪। শব্দের প্রথমে যদি 'অ' থাকে এবং তারপর 'ঋ'-কার যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলেও, সেই 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কারের মতো হয়। যথাঃ মসৃণ (মোসৃন্), বক্তৃতা (বোক্তৃতা), যকৃত (জোকৃত্)।
৫। শব্দের প্রথমে 'অ' যুক্ত 'র'-ফলা থাকলে সেক্ষেত্রেও আদ্য 'অ'-এর উচ্চারণ সাধারণত 'ও'-কার হয়ে থাকে। যথাঃ ক্রম (ক্রোম), গ্রহ (গ্রোহো), গ্রন্থ (গ্রোন্থো), ব্রত (ব্রোতো) ইত্যাদি।
(খ) উত্তরঃ #
শব্দ | উচ্চারণ |
|---|---|
বঞ্চিত | বোন্ চিতো |
ভরসা | ভরোশা |
অদ্বিতীয় | অদ্ দিতিয়ো |
অধ্যক্ষ | ওদ্ ধোক্ খো |
লক্ষ | লোকখো্ |
অরণ্য | অরোন্নো. |
আহ্বান | আওভান্ |
প্রভাত | প্রোভাত্ |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
বৈয়াকরণিক, মুহূর্মুহু, প্রোজ্জলন, কুপমন্ডুক, পিপিলীকা, দিবারাত্রি, সুষ্ট, ষ্টেডিয়াম।
(ক) বাংলা 'অ' ধ্বনি উচ্চারণের যেকোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখো।
অথবা, (খ) যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখো:
ঐক্য, কবিতা, দক্ষ, বিজ্ঞান, ব্যতীত, মর্যাদা, সৃজনশীল, হিংস্র।
(ক) বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন আলোচনা কর।
অথবা, (খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অধ্যক্ষ, এখন, গণিত, তটিনী, ঐশ্বর্য, একা, দক্ষ, পদ্য।
(ক) ম-ফলা উচ্চারণের- যে কোন পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অহরহ, ইতোমধ্যে, উহ্য, ঐক্য, গ্রীষ্ম, দক্ষ, প্রথম, শ্রবণ।