৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে ছোট ভাইকে একটি বিদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার কলেজে নজরুলজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে একটি আমন্ত্রণপত্র রচনা কর।
(ক) উত্তরঃ
To
: kuhu2575@gmail.com
CC :
BCC :
Subject :
ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল।
Text :
স্নেহের জুয়েল,
আমার ভালােবাসা ও দোয়া নিস। জেএসসি পরীক্ষায় তুই জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছিস জেনে খুব খুশি হয়েছি। তাের এরূপ অসাধারণ কৃতিত্বের জন্য আন্তরিক অভিনন্দন রইল । ভবিষ্যতেও তুই এরকম কৃতিত্ব দেখাবি বলে আমার দৃঢ় বিশ্বাস। তুই বিজ্ঞান বিভাগে পড়তে চাস এবং এ বিষয়ে আমার পরামর্শ চেয়েছিস। প্রথমেই বলব, তুই যুগােপযােগী সিদ্ধান্ত নিয়েছিস এবং বাতের সঙ্গে আমি সম্পূর্ণ একমত। আমরা এখন একুশ শতকের মানুষ; বিজ্ঞানের এক বিস্ময়কর অগ্রগতি নিয়ে এই শতকে আমরা দাপণ করেছি। প্রতিনিয়ত পৃথিবী বদলে যাচ্ছে। নতুন পৃথিবীতে মানুষ এখন নতুন স্বপ্নে বিভাের। তুই নিশ্চয়ই এটা জানিস যে, পৃথিবীর এই দ্রুত বদলে যাওয়ার মূলে রয়েছে আধুনিক তথ্যপ্রযুক্তি । আর এই আধুনিক তথ্যপ্রযুক্তির অন্যতম অবদান হলাে হারনেট। ইন্টারন্যাশনাল কম্পিউটার নেটওয়ার্ক সার্ভিসই ইন্টারনেট নামে পরিচিত। এটি কম্পিউটার নেটওয়ার্কসমূহের একটি বিশ্বব্যবস্থা। যেহেতু তাের নিজের একটি কম্পিউটার রয়েছে এবং কম্পিউটার সম্পর্কে অল্প-বিস্তর ধারণাও আছে, সেহেতু ইন্টারনেট ব্যবহার সম্পর্কে তাের এখন থেকেই সুস্পষ্ট ধারণা থাকা প্রয়ােজন। তুই জেনে অবাক হবি যে, ইন্টারনেট একটি বিশাল নেটওয়ার্কিং সিস্টেম যার বিস্তৃতি বিশ্বময়। বিশ্বের হাজার হাজার বিশ্ববিদ্যালয়, গবেষণা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসহ কোটি কোটি লােকের ব্যক্তিগত কম্পিউটারের সঙ্গে যােগাযােগ ব্যবস্থা গড়ে তুলেছে ইন্টারনেট। ইন্টারনেটের শত-সহস্র ব্যাবহারিক সুবিধার মধ্যে গুরুত্বপূর্ণ হলাে দেশ-বিদেশের সকল প্রকার শিক্ষা ও গবেষণার যাবতীয় তথ্য সহজভাবে জানা। ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশে বসে “আমেরিকার ইউনাইটেড স্টেট অব কংগ্রেস” বা হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিসহ বিশ্বের যেকোনাে লাইব্রেরির সঙ্গে যােগাযােগ স্থাপন করা যায় এবং দুপ্রাপ্য তথ্যাদি জানা যায়। বাংলাদেশে ইতােমধ্যেই ইন্টারনেটের ব্যবহার দ্রুত প্রসার লাভ করেছে। কম্পিউটার ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বাংলাদেশের টেলিযােগাযােগসহ কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, আমদানি-রপ্তানি, সরকারি-বেসরকারিসহ অনেক কর্মকাণ্ড নিয়ন্ত্রিত হচ্ছে অটোমেটিক ডিজিটাল পদ্ধতিতে। চাকরি সংক্রান্ত তথ্য, ইন্টারনেট বা অনলাইনে আবেদনপত্র জমা, সরকারি বিভিন্ন ফরম, জাতীয় পরীক্ষার ফল, অনলাইনে পণ্য বেচাকেনা, দেশি-বিদেশি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত তথ্য, ডিজিটাল ফটো ও ভিডিও এবং শিক্ষক ও ছাত্রছাত্রীদের জন্য তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণসহ নানা বিষয়ে ইন্টারনেটের ব্যবহার আজকাল জনপ্রিয় হয়ে উঠেছে। আশা করা হচ্ছে, ক্রমান্বয়ে সমগ্র বাংলাদেশকে পরিণত করা হবে ডিজিটাল বাংলাদেশে। তাই ইন্টারনেট ব্যবহার করে বিশ্বময় জ্ঞানার্জনের মাধ্যমে তুই হয়ে উঠতে পারিস আধুনিক বিশ্বের একজন সচেতন ও সৃজনশীল নাগরিক। তবে ইন্টারনেটের সােসাল নেটওয়ার্কিং যেমন- ফেইসবুক, টুইটার, ব্লগিং ইত্যাদিসহ আরও কিছু ওয়েবসাইট রয়েছে, যেগুলাে ব্যবহারের ক্ষেত্রে সাবধান ও সচেতন হতে হবে; যেন ইন্টারনেট তাের জন্য কুফল বয়ে না আনে।
স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখিস। মনে রাখিস সদ্য চেত ও মনই সফলতার চাবিকাঠি। ভালাে থাকিস। তাের নিরন্তর মঙ্গল কামনা করে এখানেই শেষ করছি।
শরিফুল।
(খ) উত্তরঃ
১১ ভাদ্র, ১৪২২
বুধবার রাত ১০টা
সুধী,
আগামী ১১ই ভাদ্র, ১৪২২ / ২৯শে আগস্ট, ২০২৪, শনিবার বিকাল চারটায় বিদ্রোহী ও আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে হরিপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন বরেণ্য কথাসাহিত্যিক হাসান আজিজুল হক। সভাপতিত্ব করবেন প্রধান শিক্ষক সরোজ কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করি।
তারিখ: ২৫.০৮.২০২৪
বিনীত-
ফরিদ আহমদ সলিল
আহবায়ক
নজরুল জন্মজয়ন্তী উদযাপন পরিষদ
হরিপুর উচ্চ বিদ্যালয়, খুলনা।
অনুষ্ঠানসূচি
০৪. ০৫: অতিথিবৃন্দের আসন গ্রহণ
০৪. ১৫: বিশেষ আলোচনা
০৫. ০০: প্রধান অতিথির ভাষণ
০৫. ৩০: সভাপতির ভাষণ
০৬. ০০: সাংস্কৃতিক অনুষ্ঠান
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) দলগত অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি বেদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) দেশের বর্তমান যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
অথবা,
(খ) খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।