৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল সম্পর্কে পরামর্শ জানিয়ে ছোট ভাইকে একটি বৈদ্যুতিন চিঠি লেখো।
অথবা,
(খ) একটি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের শূন্যপদে নিয়োগের জন্য আবদেনপত্র রচনা করো।
ক) উত্তরঃ
From: | tuta.miah@yahoo.com |
To: | sabbir@yahoo.com |
Cc: | |
Subject: | ইন্টারনেট ব্যবহারের সুফল ও কুফল। |
Text:
প্রিয় সাব্বির,
তোমার ই-মেইল পেয়ে জানতে পারলাম, তুমি ইন্টারনেট ব্যবহার করছ। জেনে খুশি হলাম।
আধুনিক যুগে ইন্টারনেট একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইন্টারনেটে পত্রিকা পড়া যায়। সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রয়োজনীয় তথ্যগুলো সহজেই খুঁজে বের করা যায়। বিভিন্ন ওয়েবসাইটে ঢুকে দেশ-বিদেশের নানা খবর ও গুরুত্বপূর্ণ তথ্য জানা যায়। গান শোনা, সিনেমা দেখা ইত্যাদি বিনোদনের কাজেও ব্যবহার করা যায় ইন্টারনেটকে। এছাড়া ই-মেইল, ফেইসবুক, ভাইভার, স্কাইপি প্রভৃতি ব্যবহার করে অতি সহজেই মানুষের সাথে যোগাযোগ করা যায়।
তবে এটি ব্যবহারে সতর্ক হওয়া প্রয়োজন। কেননা, এর কিছু নেতিবাচক দিকও রয়েছে। যেমন, অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলে আসতি তৈরি হয়, পড়াশোনার ক্ষতি হয়। পাশাপাশি, কিছু মানুষ তাদের খারাপ কাজের মাধ্যম হিসেবে ইন্টারনেটকে ব্যবহার করে থাকে, যা এক ধরনের অপরাধ। তাই সবসময় সতর্ক থেকে ইতিবাচক কাজে ব্যবহার করবে এটিকে।
তোমার বড় ভাই
খ) উত্তরঃ
তারিখ- ১০/১১/২০১৯
বরাবর
মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
ঢাকা।
বিষয়- মাধ্যমিক বিদ্যালয়ে
সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৩ নভেম্বর ২০১৯ তারিখে ‘দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম।
নাম : ক
পিতার নাম : খ
মাতার নাম : গ
স্থায়ী ঠিকানা : গ্রাম- ই , পোস্ট- উ, উপজেলা- অ, জেলা – আ
বর্তমান ঠিকানা : ১২ ,বাঘা যতিন সড়ক, ঝিনাইদহ।
জন্মতারিখ : ১০ জানুয়ারি ১৯৯৩ খ্রি.।
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
ই-মেইল : gagssss@gmail.com
বয়স : ২৭ বছর ১১ মাস ১ দিন।
বৈবাহিক অবস্থা : বিবাহিত
মোবাইল নম্বর : ০১৯১০০০০০০০
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | পাশের সন | বিভাগ/ বিষয় | ফলাফল | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
এসএসসি | ২০০৭ | মানবিক | এ ( ৪.০০) | বি কে বি মাধ্যমিক বিদ্যালয় | যশোর বোর্ড |
এইচএসসি | ২০০৯ | মানবিক | এ (৪.২৫) | ঝিনাইদহ মডেল কলেজ | যশোর বোর্ড |
বিএ (সম্মান) | ২০১৩ | বাংলা | ৩.০০ | সরকারি কেসি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৪ | বাংলা | ৩.১৫ | সরকারি কেসি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতা: একটি বেসরকারি স্কুলে সহকারী শিক্ষক পদে শিক্ষাগতার এক বছরের বাস্তব অভিজ্ঞতা।
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা পূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষকতার মহান দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব ।
বিনীত নিবেদক
ক
( স্বাক্ষর দিতে হবে)
সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি -১ সেট।
২. চারিত্রিক সনদপত্র, প্রশংসাপত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি- ১ সেট।
৩. অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি।
৫. ব্যাংক ড্রাফট।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ই-মেইল পাঠাও।
অথবা,
(খ) তোমার কলেজে 'নজরুল জয়ন্তী' উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা কর।
(ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি ক্ষুদেবার্তা লেখ।
অথবা, (খ) শিক্ষা সফরে যাবার অনুমতি ও আর্থিক সাহায্যের আবেদন জানিয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।