১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অধ্যাপক, উদাহরণ, খাদ্য, নাগরিক, ছাত্র, একাডেমি, ধন্যবাদ, প্রথম।
(ক) উত্তরঃ
শব্দের যথাযথ উচ্চারণের জন্য কিছু নিয়ম বা সূত্র রয়েছে এইসব নিয়ম-কানুনের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে।
তবে ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ উচ্চারণ রীতি কাকে বলে এসম্পর্কে বলেছেন-
বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথভাবে সঠিক উচ্চারণের জন্য বিশেষ কিছু নিয়ম বা সূত্র প্রণয়ন হয়েছে। এইসব নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি।
বাংলা উচ্চারণের কয়েকটি নিয়ম
বাংলা উচ্চারণের কয়েকটি নিয়ম নিচে তুলে ধরা হলো –
ক. শব্দের শুরুতে যদি 'অ' থাকে এবং পরে যদি ই, ঈ, উ, ঊ, ক্ষ, জ্ঞ, য-ফলা বা ঋ-কার থাকে তাহলে অ-এর উচ্চারণ ও-এর উচ্চারণ ও-কারের মতো হয়।
যেমন– অতি (ওতি), নদী (নোদি), তরু (তোরু), ময়ূর (মোয়ুর্), পক্ষ (পোকখো), যজ্ঞ (জোগগো), বন্য (বোননো), মসৃণ (মোসৃন্)।
খ. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে ব-ফলা সংযুক্ত হলে সে ব-এর কোনো উচ্চারণ হয় না।
যেমন– ত্বক (তক্), স্বাধিকার (শাধিকার্), ধ্বনি (ধোনি), স্বাগত (শাগতো) ইত্যাদি।
গ. শব্দের মধ্যে কিংবা শেষে 'ব-ফলা' থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দুইবার হয়ে থাকে।
যেমন– বিশ্ব (বিশশো), বিদ্বান (বিদদান), পক্ব (পককো) ইত্যাদি।
ঘ. শব্দের আদ্য ব্যঞ্জনবর্ণে 'ম-ফলা' যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না।
যেমন– স্মরণ (শঁরোন্), শ্মশান (শঁশান্), স্মারক (শাঁরোক্) ইত্যাদি।
ঙ. শব্দের গোড়ায় 'ব-ফলা'র কোনো উচ্চারণ নেই। শ্বাস, শ্বাপদ, দ্বাপর, দ্বিজ, দ্বার। শব্দের মধ্যে ব-ফলা ব্যঞ্জনের দিত্ব ঘটায় - বিদ্বান (বিদ্দান্), স্বত্ব (শৎতো)।
(খ) উত্তরঃ
শব্দ | উচ্চারণ |
অধ্যাপক | ওদ্ ধাপোক্ |
উদাহরণ | উদাহরো্ ন |
খাদ্য | খাদ্ দো |
নাগরিক | নাগোরিক্ |
ছাত্র | ছাত্ ত্রো |
একাডেমি | অ্যাকাডেমি |
ধন্যবাদ | ধোন্ নোবাদ্ |
প্রথম | প্রোথোম্ |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বিশুদ্ধ উচ্চারণ প্রয়োজন কেন আলোচনা কর।
অথবা, (খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অধ্যক্ষ, এখন, গণিত, তটিনী, ঐশ্বর্য, একা, দক্ষ, পদ্য।
(ক) ম-ফলা উচ্চারণের- যে কোন পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অহরহ, ইতোমধ্যে, উহ্য, ঐক্য, গ্রীষ্ম, দক্ষ, প্রথম, শ্রবণ।
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? ম-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
কঠিন, প্রবন্ধ, আবৃত্তি, মানুষ, ছাত্রজীবন, সৌরজগৎ, ধর্ম, প্রায়শ্চিত।
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।