১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? ম-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
কঠিন, প্রবন্ধ, আবৃত্তি, মানুষ, ছাত্রজীবন, সৌরজগৎ, ধর্ম, প্রায়শ্চিত।
ক) উত্তরঃ
শব্দের যথাযথ উচ্চারণের জন্য কিছু নিয়ম বা সূত্র রয়েছে এইসব নিয়ম-কানুনের সমষ্টিকে উচ্চারণ রীতি বলে।
তবে ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ উচ্চারণ রীতি কাকে বলে এসম্পর্কে বলেছেন-
বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথভাবে সঠিক উচ্চারণের জন্য বিশেষ কিছু নিয়ম বা সূত্র প্রণয়ন হয়েছে। এইসব নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি।
ম-ফলা উচ্চারণের চারটি নিয়ম উদাহরণসহ:
১.শব্দের প্রতমে ম-ফলা থাকলে ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃস্মরণ>শোঁরণ,শ্নশান>শঁশান ,ইত্যাদি।
২.শব্দের মাঝখানে ম-ফলা থাকলে ম-ফলার উচ্চারণ হয় না।যেমনঃবিষ্ময়>বিশশোঁয়।
৩.শব্দের শেষে ম-ফলা থাকলে ম-ফলা উচ্চারণ হয় না।যেমনঃগ্রীষ্ম>গ্রিশশো,পদ্ম>পদদো।
৪.ন,ট,ংং,গ,ণ,ম,ল- এ বর্ণগুলোর যে কোন বর্ণের সজ্ঞে ম-ফলা যুক্ত হলে ম-ফলা উচ্চারণ হয়।যেমনঃবাগ্নী>বাগমি,জন্ম>জনমো।
খ) উত্তরঃ
শব্দ | উচ্চারণ |
|---|---|
কঠিন | কোঠিন |
প্রবন্ধ | প্রোবন্ ধো |
আবৃত্তি | আবৃত্ তি |
মানুষ | মানুশ্ |
ছাত্রজীবন | ছাত্ ত্রোজিবোন্ |
সৌরজগৎ | শোউরোজগোত্ |
ধর্ম | ধর্ মো |
প্রায়শ্চিত | প্রায়োশ্ চিত্ তো |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।
(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
আহ্লাদি, পুনঃপুন, মনোমালিন্য, অদ্য, জনশ্রুতি, জিহ্বা, ঐক্য, উদ্যোগ।
অথবা,
(খ) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
(ক) বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অত্যধিক, আবৃত্তি, উদ্বুদ্ধ, কণ্ঠস্থ, দৌহিত্র, শাশ্বত, সর্বজনীন।
(ক) 'য' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
ফলশ্রুতি, ক্ষুদ্রতম, হিংস্র, সমন্বয়, দীনবন্ধু, ব্রহ্মপুত্র, বিজ্ঞপ্তি, প্রত্যক্ষ।