বাংলা শব্দের উচ্চারণ
(ক) উদাহরণসহ ব-ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের শুদ্ধ উচ্চারণ লেখ : ঐশ্বর্য, আবৃত্তি, প্রেতাত্মা, দ্রষ্টব্য, উপমা, প্রশ্ন, দক্ষ, হিংস্র।
ক.) ১. শব্দের আদ্য ব-ফলা অনুচ্চারিত থাকে। যেমন: দ্বিতীয় > দিতিয়ো, ত্বক > তক্, জ্বালা > জালা ।
২. শব্দের মধ্যে কিংবা শেষে ব-ফলা থাকলে ব-ফলা উচ্চারিত না হয়ে ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়।
যেমন: বিশ্ব > বিশো, বিদ্বান > বিদ্দান্, পক্ক > পক্কো।
৩. যুক্তব্যঞ্জনের ব-ফলা অনুচ্চারিত থাকে। যেমন: উজ্জ্বল > উজ্জল, উচ্ছ্বাস > উচ্চ্ছাশ, তত্ত্ব > ততো ।
৪. সন্ধি ও সমাসবদ্ধ পদের ব-ফলা অবিকৃতভাবে উচ্চারিত হয়।
যেমন: উদ্বোধন > উদ্বোধোন, উদ্বেগ > উদ্বেগ, দিগ্বিজয় > দিগ্বিজয় ।
৫. ‘ব’ এবং ‘ম’-এর সাথে ব-ফলা যুক্ত হলে সে 'ব'-এর উচ্চারণ অবিকৃত থাকে।
যেমন: বাব্বা > বাব্বা, সাব্বাশ > শাবাশ, লম্ব > লম্বো, নব্বই > নবোই ।
অথবা,
খ )
উচ্চারণ: ওইশোরজো; আবৃততি; প্রেতাত্তাঁ; দ্রোশ্টোব্বো, উপোমা প্রোশনো; দোকখো; হিংস্রো
অধ্যাপক' শব্দের প্রমিত উচ্চারণ-
‘অভিব্যাপ্তি' শব্দটির যথাযথ উচ্চারণ কোনটি?
'জয়ধ্বনি' শব্দটির সঠিক উচ্চারণ কোনটি?
(ক) উচ্চারণ রীতি কাকে বলে? উদাহরণসহ বাংলা উচ্চারণের চারটি নিয়ম লেখো।
অথবা,
(খ) যেকোনো পাঁচটি শব্দের বানান শুদ্ধ করে লেখো:
বৈয়াকরণিক, মুহূর্মুহু, প্রোজ্জলন, কুপমন্ডুক, পিপিলীকা, দিবারাত্রি, সুষ্ট, ষ্টেডিয়াম।