সমাস

(ক) উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি ?

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

প্রাণভোমরা, তেপান্তর, মতান্তর, কুম্ভকার, বাহুলতা, রাজনীতি, চতুষ্পদী, নদী-মাতৃক।

FCC 23

(ক) উত্তরঃ

যে সকল অব্যয়পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে ,সেই সকল অব্যয় পদকে উপসর্গ বলে ।

যেমন – প্র , পরা ,অপ ,সম ,নির ইত্যাদি ।

উপসর্গ মূলত তিন প্রকার। যথা- (১) সংস্কৃত উপসর্গ, (২) বাংলা উপসর্গ এবং (৩) বিদেশী উপসর্গ ।

(১) সংস্কৃত বা তৎসম উপসর্গ :

যে সব উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যাবহৃত হচ্ছে সেই সব উপসর্গগুলিকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে ।

এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হল 20 টি ।

যেমন – প্র, পরা, অপ,সম , নি, অব, অনু ,নির, দূর, বি ,অভি, সু, উৎ ,পরি ,প্রতি ,অভি ,অতি ,অপি ,উপ ,আ ।

(২) বাংলা উপসর্গ :

আর্যদের আগমনের পূর্বে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বাংলা উপসর্গ বলে ।

যেমন – বি ,অঘা , কু, অজ , অনা , আড়, আন, আব, ইতি, উন ইত্যাদি

(৩) বিদেশি উপসর্গ :

বিদেশিদের আগমনের ফলে বিদেশিদের ভাষা থেকে যেসকল উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যাবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বিদেশী উপসর্গ বলে ।

যেমন – গর, ফি, দর, খাস,হর, বে, ব, বধ, নিস, বর, হেড, ফুল, সাব ইত্যাদি ।

উপসর্গের বৈশিষ্ট্য :

১. উপসর্গগুলি মূলত অব্যয় সূচক শব্দ ।

২. উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই ।

৩. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ।

৪. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবোধক শব্দ সৃষ্টি করে ।

৫. উপসর্গগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে ।

(খ) উত্তরঃ

প্রদত্ত শব্দ

ব্যাস বাক্য

সমাসের নাম

প্রাণভোমরা

প্রাণ রূপ ভোমরা

কর্মধারয় সমাস

তেপান্তর

তিন প্রান্তরের সমাহার

দ্বিগু সমাস

মতান্তর

অন্য মত

নিত্য সমাস

কুম্ভকার

কুম্ভ করে যে

উপপদ সমাস

বাহুলতা

বাহু লতার ন্যায়

উপমিত কর্মধারয় সমাস

রাজনীতি

রাজার নীতি

ষষ্ঠী তৎপুরুষ

চতুষ্পদী

চার পায়ের সমাহার

দ্বিগু সমাস

নদী-মাতৃক

নদী মাতা যার

বহুব্রীহি সমাস

সমাস টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।"- আলোচনা কর।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

প্রতিদান, সুচেতনা, বাংলাদেশ, নদীমাতৃক, সৈন্যসামন্ত, সপ্তর্ষি, স্বাধীনতা, চরণকমল।

(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

অনৈক্য, আয়কর, কথামৃত, চৌচালা, রান্নাঘার, ঢাকাশহর, দ্বীপ।

অথবা,

(খ) উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে- ব্যাখ্যা কর।

(ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।- আলোচনা কর।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:

প্রাণপাখি, আরক্তিম, শীতাতপ, কানাকানি, রাঘবদাস, উপবন, তুষারধবল, আশীবিষ।

'ষড়ঋতু' কোন সমাস?