সমাস
(ক) উপসর্গ কাকে বলে? উপসর্গ কত প্রকার ও কি কি ?
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
প্রাণভোমরা, তেপান্তর, মতান্তর, কুম্ভকার, বাহুলতা, রাজনীতি, চতুষ্পদী, নদী-মাতৃক।
(ক) উত্তরঃ
যে সকল অব্যয়পদ শব্দ বা ধাতুর আগে বসে শব্দ বা ধাতুর অর্থ পরিবর্তন ঘটিয়ে নতুন শব্দ গঠন করে ,সেই সকল অব্যয় পদকে উপসর্গ বলে ।
যেমন – প্র , পরা ,অপ ,সম ,নির ইত্যাদি ।
উপসর্গ মূলত তিন প্রকার। যথা- (১) সংস্কৃত উপসর্গ, (২) বাংলা উপসর্গ এবং (৩) বিদেশী উপসর্গ ।
(১) সংস্কৃত বা তৎসম উপসর্গ :
যে সব উপসর্গগুলি সংস্কৃত ভাষা থেকে এসে বাংলা ভাষায় ব্যাবহৃত হচ্ছে সেই সব উপসর্গগুলিকে সংস্কৃত বা তৎসম উপসর্গ বলে ।
এই সংস্কৃত বা তৎসম উপসর্গের সংখ্যা হল 20 টি ।
যেমন – প্র, পরা, অপ,সম , নি, অব, অনু ,নির, দূর, বি ,অভি, সু, উৎ ,পরি ,প্রতি ,অভি ,অতি ,অপি ,উপ ,আ ।
(২) বাংলা উপসর্গ :
আর্যদের আগমনের পূর্বে যেসব জনজাতি বসবাস করত তাদের ভাষা থেকে যেসব উপসর্গ বাংলা ভাষায় এসে ব্যবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বাংলা উপসর্গ বলে ।
যেমন – বি ,অঘা , কু, অজ , অনা , আড়, আন, আব, ইতি, উন ইত্যাদি
(৩) বিদেশি উপসর্গ :
বিদেশিদের আগমনের ফলে বিদেশিদের ভাষা থেকে যেসকল উপসর্গগুলি বাংলা ভাষায় ব্যাবহৃত হয়েছে , সেইসব উপসর্গকে বিদেশী উপসর্গ বলে ।
যেমন – গর, ফি, দর, খাস,হর, বে, ব, বধ, নিস, বর, হেড, ফুল, সাব ইত্যাদি ।
উপসর্গের বৈশিষ্ট্য :
১. উপসর্গগুলি মূলত অব্যয় সূচক শব্দ ।
২. উপসর্গের কোনো নিজস্ব অর্থ নেই ।
৩. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে মূল শব্দের অর্থের পরিবর্তন ঘটায় ।
৪. উপসর্গগুলি শব্দের সঙ্গে যুক্ত হয়ে অর্থবোধক শব্দ সৃষ্টি করে ।
৫. উপসর্গগুলি ধাতু বা শব্দের পূর্বে বসে ।
(খ) উত্তরঃ
প্রদত্ত শব্দ | ব্যাস বাক্য | সমাসের নাম | |
প্রাণভোমরা | প্রাণ রূপ ভোমরা | কর্মধারয় সমাস | |
তেপান্তর | তিন প্রান্তরের সমাহার | দ্বিগু সমাস | |
মতান্তর | অন্য মত | নিত্য সমাস | |
কুম্ভকার | কুম্ভ করে যে | উপপদ সমাস | |
বাহুলতা | বাহু লতার ন্যায় | উপমিত কর্মধারয় সমাস | |
রাজনীতি | রাজার নীতি | ষষ্ঠী তৎপুরুষ | |
চতুষ্পদী | চার পায়ের সমাহার | দ্বিগু সমাস | |
নদী-মাতৃক | নদী মাতা যার | বহুব্রীহি সমাস |
(ক) "উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে।"- আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
প্রতিদান, সুচেতনা, বাংলাদেশ, নদীমাতৃক, সৈন্যসামন্ত, সপ্তর্ষি, স্বাধীনতা, চরণকমল।
(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
অনৈক্য, আয়কর, কথামৃত, চৌচালা, রান্নাঘার, ঢাকাশহর, দ্বীপ।
অথবা,
(খ) উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে- ব্যাখ্যা কর।
(ক) উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে।- আলোচনা কর।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখ:
প্রাণপাখি, আরক্তিম, শীতাতপ, কানাকানি, রাঘবদাস, উপবন, তুষারধবল, আশীবিষ।
'ষড়ঋতু' কোন সমাস?