৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) এইচএসসি পরীক্ষার ফলাফল জানিয়ে পিতাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) একটি বেসরকারি কলেজে বাংলা প্রভাষক পদে চাকরির জন্য আবেদনপত্র লেখ।
ক) উত্তরঃ
To : *******@gmail.com
Cc :
Bcc :
Subject: এইচএসসি পরীক্ষার ফলাফল
শ্রদ্ধেয় বাবা,
সালাম নিন। আশা করি ভালো আছেন। আপনার আসতে দেরি হবে জেনে মনটা খুব খারাপ হলো।
আজ আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। আমার ফল জেনে আপনি নিশ্চয়ই খুশি হবেন। আমি গোল্ডেন A+ পেয়েছি। দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে আপনার মুখ উজ্জ্বল করতে পারি।
আপনাকে অনেক দিন দেখিনি। আপনাকে খুব দেখতে ইচ্ছে করে। ছুটি নিয়ে দুটো দিনের জন্য হলেও আমাদের সঙ্গে দেখা করে যান। আমরা আপনার অপেক্ষায় রইলাম।
বাড়ির সবাই ভালো আছে। আপনি শরীরের প্রতি যত্ন নেবেন। ভালো থাকবেন।
ইতি
তোমার শুভার্থী
কাজল
খ) উত্তরঃ
তারিখ – ০৬/০১/২০২৪
বরাবর
রেজিস্টার,
ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ
বিষয়ঃ এগ্রিকালচার বিভাগে প্রভাষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, আমি ফাস্ট ক্যাপিটাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর ওয়েবসাইট (নিয়োগ বিজ্ঞপ্তি-৩) হতে জানতে পারলাম যে, আপনার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে এগ্রিকালচার বিভাগে প্রভাষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী সংযুক্ত করছি।
অতএব, আপনার নিকট বিনীত আবেদন, আমার উল্লিখিত বিষয়গুলা বিবেচনা করে উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার শ্রম,মেধা ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষকতার মহান দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব ।
বিনীত নিবেদক
মোঃ রাসেল রানা
পিতার নাম : মোঃ আনোয়ার আলী
মাতার নাম : মোছাঃ রাশিদা বেগম
স্থায়ী ও বর্তমান ঠিকানা : গ্রাম- ছয়ঘরিয়া , পোস্ট- সরোজগঞ্জ, উপজেলা- চুয়াডাঙ্গা সদর, জেলা – চুয়াডাঙ্গা
ই-মেইল : raselrana8659@gmail.com
মোবাইল নম্বর : ০১৭৬৬৭২৫২৫৫
সংযুক্তি
১. জীবন বৃত্তান্ত ও সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি- ২ কপি।
২. প্রশংসা পত্রের ফটোকপি- ১ কপি।
৩. সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বর পত্রের ফটোকপি।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার সাথে সুন্দরবন ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বন্ধুদের কাছে প্রেরণের জন্য একটি ই-মেইল রচনা কর।
অথবা,
(খ) কলেজে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।
(ক) প্রয়োজনীয় বই ধার চেয়ে তোমার বন্ধুকে ই-মেইল কর।
অথবা,
(খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র লেখ।