Higher Math
ক ও খ দুইজন অংশীদার । তারা ৪ : ৩ অনুপাতে মুনাফা বণ্টন করে। গ-কে ২/৫ অংশ মুনাফা বণ্টনের চুক্তিতে তারা ব্যবসায়ে | নতুন অংশীদার হিসাবে গ্রহণ করলে তাদের মুনাফার নতুন অনুপাত কত হবে?
C এর মুনাফার অংশের হর ও লবের পার্থক্য (৫ – ২) = ৩
ক এর নতুন অনুপাত = ৪ x ৩ = ১২
খ এর নতুন অনুপাত = ৩ x ৩ = ৯ এ
গ এর নতুন অনুপাত = (৪ + ৩) × ২ = ১৪
তাদের তিনজনের নতুন অনুপাত = ১২ : ৯ : ১৪
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি হিসাবকালে নিট বিক্রয়ের পরিমাণ 7,80,000 টাকা, মোট লাভের হার 40%, নিট লাভের হার 25% হলে, পরিচালন ব্যয় কত?
বৎসরব্যাপী ধারে বিক্রয় ৫,৪০,০০০ টাকা এবং বৎসরান্তে দেনাদারের পরিমাণ ৯০,০০০ টাকা হলে গড় আদায় সময় হবে :

AB অক্ষের সাপেক্ষে চাকতির জড়তার ভ্রামক কত হবে ?
যদি তুমি বিক্রয়মূল্যের উপর ৫০% হারে লাভ করতে চাও তাহলে ক্রয়মূল্যের উপর কত হারে লাভ করতে হবে?