৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা কর।
(ক)
to: gilojey332@kinsef.com
bcc
cc
subject: কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি
প্রিয় সমরেশ
আশা করি সবাই ভালাে আছ। আজ আমি তােমাকে এমন একটি অভিজ্ঞতার বর্ণনা দিব, যা শুনলে তােমারও ইচ্ছা জাগবে সমুদ্রসৈকতে সূর্যাস্ত দেখার। গত ১৫ ফেব্রুয়ারি আমরা কলেজ থেকে শিক্ষাসফরে কুয়াকাটায় গিয়েছিলাম । সেখানকার দষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য, সমুদ্রসৈকত, সূর্যাস্ত সবই মন হরণ করার মতাে। বাংলাদেশের সৌন্দর্যের অপূর্ব লীলাক্ষেত্র কুয়াকাটা।
খুলনা থেকে লঞ্চযােগে আমরা যখন কুয়াকাটা পৌছালাম তখন বেলা তিনটা। দূর থেকেই আমরা উদার সমুদ্রের আহ্বান শুনতে পেলাম। কোথাও কোনাে আড়াল-আবডাল নেই। যতদূর চোখ যায়, কেবল জল আর জল। পৃথিবী যে কত বিচিত্র সুন্দর রূপ ধারণ করে আছে, তা এখান থেকে কিছুটা অনুভব করা যায়। কুয়াকাটায় পৌছে আমরা একটি রেস্টহাউসে উঠলাম। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর বিকেল চারটায় সূর্যাস্ত দেখার জন্য যাত্রা শুরু করলাম।
প্রায় তিন কিলােমিটার হাঁটার পর সমদ্রতীরে পৌছালাম। কী চমৎকার দৃশ্য! তােমাকে বলে বােঝাতে পারব না। আমরা বালির ওপর বসলাম। বিকেল গড়িয়ে যাচ্ছে। আর কিছুক্ষণ পরেই প্রকৃতির লীলাক্ষেত্র কুয়াকাটায় সূর্য ডুব দেবে । গােধূলিলগ্নে রক্তিম সূর্য ধীরে ধীরে সাগরজলের দিকে নেমে যেতে শুরু করল। আমরা মন্ত্রমুগ্ধের মতাে সেদিকে চেয়ে রইলাম। তখন সমুদ্র ছিল অপেক্ষাকৃত শান্ত। দিগন্তের রক্তিম আভা জলের ওপর পড়ে চিকচিক করতে লাগল। সমুদ্রের শীতল হাওয়ায় আমাদের দেহমন প্রশান্তিতে ভরে গেল। আমরা অপলক চোখে মাঝ সমুদ্রে সূর্য ডুবে যাওয়ার দৃশ্য অবলােকন করলাম। সে দৃশ্য দেখে কে মনে করবে না যে, সূর্য সত্যি সত্যি সমুদ্রে ডুবে যাচ্ছে না। এর কিছুক্ষণ পরেই আঁধারের অবগুণ্ঠনে কুয়াকাটার অপূর্ব লীলা ঢাকা পড়ল । তখন আমরা রেস্টহাউসের উদ্দেশে পা বাড়ালাম। তােমাকে অন্তত একবার এখানে বেড়িয়ে যাওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সৌন্দর্যের অপূর্ব লীলাভূমি কুয়াকাটা অবশ্যই তােমাকে মুগ্ধ করবে। আজ আর নয় । তােমার মঙ্গল কামনা করে শেষ করছি।
ইতি
তোমার বন্ধু
মিজান
(খ)
তারিখ- ১০/১১/২০১৯
বরাবর
মহাপরিচালক
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর
ঢাকা।
বিষয়- মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
বিনীত নিবেদন এই যে, গত ০৩ নভেম্বর ২০১৯ তারিখে ‘দৈনিক সমকাল’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে সদয় বিবেচনার জন্য আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী নিম্নে উপস্থাপন করলাম।
নাম : ক
পিতার নাম : খ
মাতার নাম : গ
স্থায়ী ঠিকানা : গ্রাম- ই , পোস্ট- উ, উপজেলা- অ, জেলা – আ
বর্তমান ঠিকানা : ১২ ,বাঘা যতিন সড়ক, ঝিনাইদহ।
জন্মতারিখ : ১০ জানুয়ারি ১৯৯৩ খ্রি.।
জাতীয়তা : বাংলাদেশী
ধর্ম : ইসলাম
ই-মেইল : gagssss@gmail.com
বয়স : ২৭ বছর ১১ মাস ১ দিন।
বৈবাহিক অবস্থা : বিবাহিত
মোবাইল নম্বর : ০১৯১০০০০০০০
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | পাশের সন | বিভাগ/ বিষয় | ফলাফল | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|---|
এসএসসি | ২০০৭ | মানবিক | এ+ | বি কে বি মাধ্যমিক বিদ্যালয় | যশোর বোর্ড |
এইচএসসি | ২০০৯ | মানবিক | এ+ | ঝিনাইদহ মডেল কলেজ | যশোর বোর্ড |
বিএ (সম্মান) | ২০১৩ | বাংলা | ৩.০০ | সরকারি কেসি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
এমএ | ২০১৪ | বাংলা | ৩.১৫ | সরকারি কেসি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় |
অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা আমার উল্লিখিত বিষয়সমূহ বিবেচনা পূর্বক উক্ত পদে নিয়োগ প্রদান করলে আমি আমার মেধা, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে শিক্ষকতার মহান দায়িত্ব পালনে সর্বদা সচেষ্ট থাকব ।
বিনীত নিবেদক
ক
( স্বাক্ষর দিতে হবে)
সংযুক্তি
১. পরীক্ষার মূল সনদপত্রের সত্যায়িত ফটোকপি -১ সেট।
২. চারিত্রিক সনদপত্র, প্রশংসাপত্র ও নাগরিকত্ব সনদ পত্রের সত্যায়িত ফটোকপি- ১ সেট।
৩. অভিজ্ঞতা সনদ পত্রের সত্যায়িত ফটোকপি।
৪. সদ্যতোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি- ৩ কপি।
৫. ব্যাংক ড্রাফট।