৮.দিনলিপি/প্রতিবেদন-১০
(ক) কলেজের প্রথম দিন' বিষয়টি অবলম্বন করে একটি দিনলিপি রচনা করো।
অথবা,
(খ) 'আন্তর্জাতিক মাতৃভাষা দিবস' উপলক্ষ্যে তোমার কলেজ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রদানের জন্য একটি ভাষণ তৈরি করো।
(ক) উত্তরঃ
২ জুলাই, ২০১৯
মঙ্গলবার
রাত ১০টা ২০ মিনিট
ঢাকা।
আজ আমার কলেজের প্রথম দিন ছিল। অনেক উত্তেজনা নিয়ে বাবার সাথে কলেজে গেলাম। কেরানির কাছে খোঁজ নিয়ে বাবা আমাকে ক্লাসে বসতে বললেন। শিক্ষক তখনও আসেননি। আশপাশে যারা আছে সবাই অপরিচিত। কারণ আমার বন্ধুদের কেউ এই কলেজে ভর্তি হয়নি। পাশে বসা মেয়েটির সাথে পরিচয় হলো। নাম ছন্দা, তারও এই কলেজে কোনো বন্ধু নেই। আমরা দুজন অনেক গল্প করলাম। অন্তত একজন বন্ধু পেয়েছি ভেবে আমি মনে মনে সান্ত্বনা অনুভব করলাম। একটু একটু করে আরও অনেকের সাথে পরিচয় হবে ভেবে মনে মনে খুশি হলাম। একজন শিক্ষক ক্লাসে ঢুকলেন। অনেক ছাত্র-ছাত্রী, তাই মাইক্রোফোনে লেকচার দিতে লাগলেন। কীভাবে চলতে হবে, পড়াশোনা কীভাবে করতে হবে- এসব বিষয়ে বললেন। প্রথম দিন বলে আজ একটা মাত্র ক্লাসই হলো আমাদের। এটাকে ঠিক ক্লাস বলা যাবে না, উদ্বোধনী ক্লাস ছিল এটি। ক্লাস শেষে আমরা অনেকেই কলেজের মাঠে গিয়ে বসলাম। মাঠে বসে অনেকের সাথে পরিচিত হলাম। ছন্দা, রোশনি, পাভেল, জীবন নামে অনেকেই আমার বন্ধু হয়ে গেল। এরা সবাই খুব আন্তরিক। আর এদের অনেকেই গ্রাম থেকে এসেছে, আবার অনেকের বাসা কলেজের খুব কাছাকাছি। সবার সাথে কথা হলো। তারপর বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে প্রথম দিনের কলেজের অনুভূতির কথা মাকে জানালাম, এই দিনটি আমার স্মৃতির ভান্ডারে চিরদিনের জন্য জমা হয়ে রইল।
(খ) উত্তরঃ
মাননীয় সভাপতি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এ মহতী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
সুধীমণ্ডলী, আপনারা জানেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষকে চেতনাবোধে সমৃদ্ধ করার দিন। ভাষা মনের ভাব প্রকাশের প্রায়োগিক বাহন। মাতৃভাষা হলো কোনো জাতির স্বদেশীয় ভাষা, যার মাধ্যমে সংশ্লিষ্ট অধিবাসী স্বীয় ভাব আদান-প্রদান করে। শিশু জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শিখে তা-ই হচ্ছে মাতৃভাষা। আমরা বাঙালি জাতি, আমাদের মাতৃভাষা বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ ভাষার জন্য অনেকে সংগ্রাম করে এবং অনেকে ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দান করেন। তদানীন্তন শাসকশ্রেণির অত্যাচারের স্টিম রোলারের আঘাতে নিষ্পেষিত হয়ে অকালে প্রাণ হারিয়েছিলেন সালাম, বরকত, রফিক, জব্বার এবং নাম-না-জানা আরো অনেকে। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর জাতিসংঘ ঘোষণা করে অন্যান্য দিবসের মতো ২০০০ সাল থেকে বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করবে। ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়ে শুধু মাতৃভাষার জন্য আমাদের সংগ্রাম এবং আত্মদানকেই স্বীকৃতি দেয়নি, অমর একুশের শহিদদের আত্মদান থেকে উৎসারিত স্বাধীনতা আন্দোলন ও স্বাধীনতা অর্জনকেও মর্যাদা দিয়েছে। পৃথিবীর প্রতিটি দেশেই তা পালিত হচ্ছে। একুশে ফেব্রুয়ারি কেবল আমাদের দেশের প্রতিটি শহিদ মিনারে নয়, বরং পৃথিবীজুড়ে মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে। এ দিন বিশ্ববাসী নতুন করে জানতে পারে কীভাবে ভাষা শহিদেরা তাঁদের প্রাণের বিনিময়ে মাতৃভাষাকে রক্ষা করেছেন।
সুধীবৃন্দ, মা, মাটি, মাতৃভাষা পরম সম্পদ। নিজ দেশের ভাষার সুধারসে যার মন তৃপ্ত না হয় তার সে দেশে বাস করার কোনো অধিকার নেই। মধ্যযুগের কবি আবদুল হাকিম বলেছেন-
দেশী ভাষা বিদ্যা যার মনে ন জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।মাতৃভাষায় রচিত গল্প, কবিতা, উপন্যাস, নাটকসহ নানা ধরনের সাহিত্য মানুষের মনের খোরাক জোগায়। মাতৃভাষায় রূপায়িত হয় মানবমনের নানা কথার ফুলঝুরি, অজানা রহস্য। আর এ মাতৃভাষার মর্যাদা রক্ষায় একমাত্র বাঙালি জাতিই লিপ্ত হয়েছে সংগ্রামে, ঝরিয়েছে বুকের তাজা রক্ত। যা বিশ্বে বিরল। মাতৃভাষা একটি দেশের জাতিসত্তার প্রধান বিবেচ্য বিষয় । তাই এর রক্ষণাবেক্ষণ এবং দৈনন্দিন জীবনে চর্চা করা প্রতিটি জাতিরই একান্ত কর্তব্য।
সুধীবৃন্দ, একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ করায় সারাবিশ্বে বাঙালি এবং বাংলা ভাষা গৌরবের আসনে সমাসীন। এ দিবসের তাৎপর্য ও গুরুত্ব অপরিসীম। এর মর্যাদা রক্ষা করা আমাদের সবার দায়িত্ব ও কর্তব্য। তাই আমাদের সবার উচিত বাংলাদেশের সর্বস্তরে বাংলা ভাষা চালুর ব্যাপারে আদু পদক্ষেপ নেয়া এবং তা কার্যকর করতে অঙ্গীকার করা। সবাইকে ধন্যবাদ ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
(ক) কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার, কলেজ ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি কর।
(ক) একটি গ্রাম্যমেলা দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি রচনা করো।
অথবা,
(খ) 'সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন' শীর্ষক সেমিনারে উপস্থাপনের জন্য একটি ভাষণ প্রস্তুত করো।
(ক) চা বাগান দেখার অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কে-প্রতিষ্ঠান প্রধানের কাছে একটি প্রতিবেদন পেশ কর।