৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) উত্তরঃ
To : rifty34916@gmail.com
Cc :
Bcc :
Subject: বিদ্যালয়ের শেষ দিন।
সুপ্রিয় রুদ্র,
তোমার প্রতি ভালোবাসা ও শুভ কামনা রইল। আশা করি স্রষ্টার পরম কৃপায় ভালো আছ। তুমি জেনে খুশি হবে যে, আসন্ন এসএসসি পরীক্ষা দেওয়ার জন্য টেস্ট পরীক্ষায় আমি কৃতিত্বের সাথে নির্বাচিত হয়েছি।
আজকের এ খুশির সংবাদের পাশাপাশি বিষাদের দারুণ প্রদাহে আমি ভীষণভাবে বিষণ্ণ। কারণ আজ অপরাহ্ণে আমি আমার দীর্ঘ পাঁচটি বছরের অতি পরিচিত বিদ্যাপীঠ থেকে মায়ার বাঁধন ছিন্ন করে নতুন বৃহত্তর জীবনে উত্তরণের প্রত্যাশায় বিদায় নিয়ে চলে এসেছি। গত দীর্ঘ পাঁচটা বছরে বিদ্যালয়ের সঙ্গে আমার ধীরে ধীরে এক নিবিড় সম্পর্ক গড়ে উঠেছিল। বিদ্যালয়ের শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী, অগণিত ছাত্র ও সুন্দর পরিবেশের সঙ্গে একটা আত্মিয় সম্পর্ক তৈরি হয়েছিল। বিদায়বেলায় সব হারানোর এক অব্যক্ত ব্যথায় আমার হৃদয় হাহাকার করে উঠেছিল। ভাবগম্ভীর বিদায় অনুষ্ঠানে নিঃশব্দে আমার কপোল বেয়ে গড়িয়ে পড়েছিল দু ফোঁটা অশ্রু। অশ্রুসজল চোখে শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলীর কাছ থেকে বিদায় নেওয়ার সময় তাঁরা পরম স্নেহে আমাকে সান্তনা দিলেন। তাঁদের অমূল্য উপদেশ আর দোয়া নিয়ে বাসায় ফিরলাম। আমার আজকের মনের অবস্থা তোমাকে বোঝাতে পারব না।
তোমার আব্বা-আম্মাকে আমার সালাম এবং ছোটদের প্রীতি ও শুভাশিস দিও। তোমার সাফল্যতম উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আজ আর নয়।
তোমার ভালোবাসামুগ্ধ
ধ্রুব।
(খ) উত্তরঃ
১৭ অক্টোবর, ২০২২ বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
প্রাণ-আরএফএল গ্রুপ লি মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।
বিষয়: বিপণন কর্মকর্তা পদে নিয়োগের জন্য আবেদন ।
জনাব,
সবিনয় নিবেদন এই যে, গত ৫ অক্টোবর, ২০২২ তারিখে ‘দৈনিক প্রথম আলো' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম, আপনার প্রতিষ্ঠানে বিপণন কর্মকর্তা পদে কিছুসংখ্যক লোক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় তথ্যাদি আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি।
১. নাম : মো. রফিকুজ্জামান
২. পিতার নাম : মো. আবদুস সালাম
৩. মাতার নাম : আমিনা আক্তার
৪. বর্তমান ঠিকানা : রোড-৬৬, সড়ক-৩, ব্লক-বি, বাড্ডা, ঢাকা-১২১২
৫. স্থায়ী ঠিকানা : গ্রাম: গণ্ডামারা; ডাকঘর: গণ্ডামারা; থানা : হাইমচর; জেলা : চাঁদপুর
৬. জন্ম তারিখ : ৩ মে, ১৯৯৩ খ্রি.
৭. জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে)
৮. ধর্ম : ইসলাম
৯. বৈবাহিক অবস্থা : অবিবাহিত
১০. শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | বিভাগ/ বিষয় | প্রাপ্ত জিপিএ/সিজিপিএ | পাসের বছর | বোর্ড/বিশ্ববিদ্যালয় |
---|---|---|---|---|
এসএসসি | বিজ্ঞান | ৪.০০ (৫-এর মধ্যে) | ২০০৮ | কুমিল্লা বোর্ড |
এইচএসসি | বিজ্ঞান | ৪.৪০ (৫-এর মধ্যে ) | ২০১০ | কুমিল্লা বোর্ড |
বিএসএস | সমাজবিজ্ঞান | ৩.১২ (৪-এর মধ্যে) | ২০১৪ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
এমএসএস | সমাজবিজ্ঞান | ৩.২১ (৪-এর মধ্যে) | ২০১৫ | ঢাকা বিশ্ববিদ্যালয় |
১১. অভিজ্ঞতা : বিপণন কর্মকর্তা হিসেবে তিন বছর কাজের অভিজ্ঞতা।
অতএব, বিনীত প্রার্থনা, উল্লিখিত তথ্যাদির ভিত্তিতে আপনার প্রতিষ্ঠানে আমাকে বিপণন কর্মকর্তা পদে নিয়োগ দেওয়ার জন্য আপনার সদয় দৃষ্টি কামনা করছি।
নিবেদক
মো. রফিকুজ্জামান
সংযুক্তি:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের অনুলিপি
২. জাতীয় পরিচয়পত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. দুই কপি পাসপোর্ট সাইজের ছবি
* [এখানে পদের নামসহ আবেদনকারী প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
(কে) তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন পত্র প্রেরণ কর।
অথবা,
(খ) শিক্ষাভ্রমণে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের বরাবর একটি আবেদনপত্র লেখ।
(ক) কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা কর।
(ক) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে অধ্যক্ষের নিকট একখানা আবেদনপত্র লেখো।
অথবা,
(খ) তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।