৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
ক) জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে বন্ধুকে একটি খুদেবার্তা লেখো।
অথবা,
(খ) সম্প্রতি তোমার পড়া একটি বই সম্পর্কে প্রবাসী বন্ধুর কাছে পত্র লেখো।
(ক)
Receiver: 01744xxxxxx
শিখা,
শুভ জন্মদিন। সারাদিন ভালো কাটুক। তোমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি ক্ষণ ভরে উঠুক অনাবিল আনন্দে। সৃষ্টিশীল ও কর্মমুখর হোক জীবন। সেই সঙ্গে উত্তরোত্তর সাফল্য তোমাকে ঘিরে থাকুক সবসময়। অশেষ প্রীতি ও ভালোবাসা জেনো।
প্রভা
Sender: 01675××××××
21.02.19
7:05 AM
অথবা,
(খ)
১৬৪, নবাবপুর রোড, ঢাকা ১০ই মে ২০১৮
প্রিয় মিতা,
প্রীতিময় শুভেচ্ছা নাও। আশা করি সবাইকে নিয়ে তুমি ভালো আছ।
তুমি জানতে চেয়েছ আমি এখন কী করছি। পরীক্ষার ঝামেলা শেষ হওয়ায় আমি বিভিন্ন রকমের বই পড়েই সময় কাটাচ্ছি। সর্বশেষ পড়েছি কবি আল মাহমুদের 'দ্বিতীয় ভাঙন'- কাব্যগ্রন্থটি। এর প্রতিটি কবিতাই আমার কাছে অসাধারণ লেগেছে। সাম্প্রতিক সময়ে আধুনিক কবিতার বিরুদ্ধে যে বহুমাত্রিক অভিযোগ জোরালো হয়ে উঠছে আল মাহমুদের কবিতার ক্ষেত্রে একথা প্রযোজ্য বলে আমি মনে করি না। তাঁর কবিতার সাবলীল ঢঙে প্রাণের সন্ধান পাওয়া যায়। জীবনানন্দ দাশের কবিতায় উঠে এসেছিল বাংলাদেশ, জসীমউদ্দীনের কবিতায় লোকজ উপাদান। কিন্তু আল মাহমুদ হেঁটেছেন ভিন্ন পথে। তাঁর কবিতায় পাওয়া যায় লোকজ শব্দের ব্যবহার এবং তিনি অত্যন্ত সার্থকভাবে কাজটি করেছেন। 'লোক লোকান্তর' থেকে 'সোনালী কাবিন' পর্যন্ত এসে 'বখতিয়ারের ঘোড়া'য় তাঁর যে পরিবর্তন লক্ষ করি 'দ্বিতীয় ভাঙন'-এ তারই প্রতিধ্বনি হয়েছে। একবার পড়লে মুগ্ধ হয়ে বারবার পড়তে ইচ্ছে হয়। উল্লেখযোগ্য কয়েকটি কবিতার নাম তোমায় না বলে পারছি না, যেমন- 'দ্বিতীয় ভাঙন', 'কবিতার কথা', 'বাতাসের মুখে লাগাম' ও 'হুদহুদ পাখির কৈফিয়ত'। এসব কবিতা এখন আমার কণ্ঠস্থ। সত্যি খুব ভালো লাগল। অনেক দিন পর কবিতায় প্রাণের সন্ধান পেলাম, যা না পড়লে কখনো অনুভব করতে পারবে না। বইটি পড়া হলে আমাকেও তোমার মতামত জানাবে। আমার বিশ্বাস 'দ্বিতীয় ভাঙন' আল মাহমুদের 'সোনালী কাবিনের' পর বাংলা কবিতায় আরেকটি মাইলফলক। কবি আল মাহমুদের কাব্যের দিগ্বলয় পরিবর্তনের পর থেকে অদ্যাবধি এটিই শ্রেষ্ঠ বই বলে আমি মনে করি। ভালো থেকো এবং চিঠির উত্তর দিও।
ইতি
তোমার ভালোবাসার
মৌমিতা
[এখানে বিদেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।]
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) মাধ্যমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে চাকরির জন্য একটি আবেদনপত্র রচনা কর।
অথবা,
(খ) নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।