৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) জরুরী রক্তের প্রয়োজনের কথা জানিয়ে তোমার বন্ধুর নিকট একটি ই-মেইল লেখ।
অথবা,
(খ) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র রচনা কর।
(ক) উত্তরঃ
From : nilima@gmail.com
To : mariam.tabassum@yahoo.com
Cc :
Subject : জরুরি রক্তের প্রয়োজন।
Text :
মরিয়ম,
আমি এই মুহূর্তে একটি হাসপাতালে আছি। হাসপাতালে আমার একজন নিকটাত্মীয় ভর্তি হয়ে আছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। ১২ ঘণ্টার মধ্যে রক্ত দিতে না পারলে তাঁকে বাঁচানো সম্ভব হবে না। তাই জরুরি ভিত্তিতে দুই ব্যাগ রক্তের প্রয়োজন।
রক্তের গ্রুপ 'A-' (এ নেগেটিভ)। আমি যতটুকু জানি, তুমি একটি 'স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি' উদ্যোগের সঙ্গে যুক্ত রয়েছ। তাই যেমন করেই হোক, দুই ব্যাগ 'এ নেগেটিভ' রক্তদাতা জোগাড় করে দেওয়ার জন্য তোমার কাছে অনুরোধ রইল।
নীলিমা।
(খ) উত্তরঃ
০৮-০৫-২০১৬
বরাবর
মহাপরিচালক
প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর
মিরপুর, ঢাকা
বিষয় : সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব
যথাবিহিত সম্মানপূর্বক নিবেদন এই যে, গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ তারিখের ‘দৈনিক প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানের অধীনে প্রাথমিক বিদ্যালয়ে কিছুসংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আবেদন করছি। নিম্নে আমার জীবন- বৃত্তান্তসহ প্রয়োজনীয় তথ্য পেশ করছি।
১। পদের নামঃ সহকারী শিক্ষক
২। প্রার্থীর নামঃ হাবীবুর রহমান
৩। পিতার নামঃ আবুল কাশেম
৪ । মাতার নামঃ হামিদা আক্তার
৫। স্থায়ী ঠিকানাঃ গ্রামঃ ভদ্রপাড়া, ডাকঘরঃ বাংলা, উপজেলাঃ নেত্রকোনা, জেলাঃ নেত্রকোনা
৬। বর্তমান ঠিকানাঃ ১১, প্রফেসর পাড়া, নেত্রকোনা
৭। জন্ম তারিখঃ ১২ মার্চ, ১৯৯৪
৮। ধর্মঃ ইসলাম (সুন্নি)
৯। জাতীয়তাঃ বাংলাদেশি
১০। ফোন নম্বরঃ ০১৮১০০০০০০
১১। শিক্ষাগত যোগ্যতা –
পরীক্ষার নাম | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় | পাসের সাল | প্রাপ্ত গ্রেড |
এসএসসি (বাণিজ্য) | কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় | ঢাকা | ২০০৯ | A |
এইচএসসি | নেত্রকোনা সরকারি কলেজ | ঢাকা | ২০১১ | A |
স্নাতক | নেত্রকোনা সরকারি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৫ | A |
১২। জাতীয় পরিচয়পত্র নম্বরঃ …………………
১৩। ব্যাংক পে-অর্ডার নম্বরঃ ১৩১৫৭ (সোনালি ব্যাংক, টেরি বাজার শাখা, নেত্রকোনা, ০৪-০৩-২০২১)
অতএব, উল্লেখিত তথ্যাদির আলোকে আমাকে সহকারি শিক্ষক পদে নিয়োগলাভের সুযোগদানের জন্য আপনার মর্জি কামনা করছি।
নিবেদক
হাবিবুর রহমান
সংযুক্তি
১. শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা সত্যায়িত ৩ কপি ছবি
৩. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি
৪. ব্যাংক পে-অর্ডার
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) দলগত অধ্যয়নের গুরুত্ব বর্ণনা করে তোমার বন্ধুকে একটি বেদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) দেশের বর্তমান যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
অথবা,
(খ) খাদ্যে ভেজাল ও তার প্রতিকার সম্পর্কে একটি প্রতিবেদন রচনা কর।