১১ সংলাপ / খুদেগল্প
(ক) 'জ্ঞানচর্চায় বিজ্ঞান' বিষয়ের ওপর দুই বন্ধুর মধ্যকার সংলাপ রচনা করো।
অথবা,
(খ) 'মানুষ মানুষের জন্য'- এ শিরোনামে একটি ক্ষুদে গল্প রচনা করো।
(ক) উত্তরঃ
‘জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা নিয়ে দুই বন্ধুর সংলাপ’
হাদী: দোস্ত, শুনলাম তুই নাকি ইন্টারনেট কানেকশন নিয়েছিস?
সাদী : হ্যাঁ, নিলাম তো।
হাদী : ভালো হলো, স্যারের অ্যাসাইনমেন্ট করতে সুবিধা হবে।
সাদী : হ্যাঁ, স্যার যে কোথা থেকে সব লেটেস্ট বিষয় ধরে নিয়ে আসেন, বই খুঁজে কিছুই পাই না।
হাদী : তোর এখন সারা দুনিয়া খোলা।
সাদী : মানে কী?
হাদী : মানে খুব সোজা। যে বিষয়টি তোর জানা দরকার সে বিষয়টি টাইপ করে তুই গুগলে সার্চ দিবি। তারপর দেখবি তোর সামনে একাধিক অপশন এসে হাজির। তারপর তুই তোর পছন্দমতো সাইটটি ওপেন করে জেনে নে তোর প্রয়োজনীয় তথ্য।
সাদী : খুব ভালো তো। দোস্ত, আমি কিন্তু আগে নেট ব্যবহার করি নাই, তুই কিন্তু আমাকে একটু শিখিয়ে দিবি।
হাদী : কী যে বলিস না। আমি শিখাব না? তুই হলি আমার জানের দোস্ত।
সাদী : আচ্ছা হাদী, নেট কী সারাদিনই সার্চ করা যায়?
হাদী: আরে দিন-রাত ২৪ ঘণ্টা।
সাদী : তাই নাকি? ওদের কোনো অফিস আওয়ার নেই।
হাদী : না দোস্ত, তোমার জন্য সারাদিন খোলা।
সাদী: যাক, তাহলে ভালোই হলো, ক্লাস শেষে রাতে বাসায় ফিরে অ্যাসাইনমেন্টের কাজ করা যাবে।
(খ) উত্তরঃ
‘মানুষ মানুষের জন্য’
গত সপ্তাহ থেকে শীতের প্রকোপ অনেক বেড়ে গেছে। ঢাকা শহরের জামা-কাপড়ের দোকানগুলোতে শীতের পোশাকের বেচাকেনাও তাই বেশ রমরমা। বিকেলবেলা সৌরভ নিজের জন্য কিছু শীতের পোশাক কিনতে একটা শপিং মলে গেল। সে বেশ অবস্থাপন্ন বাবার সন্তান। ঢাকায় তাদের নিজস্ব বাড়ি-গাড়ি আছে। এক কথায় বলা যায়, আভিজাত্যের ভেতর দিয়েই তার বেড়ে ওঠা। দোকানে দোকানে ঘুরে সে অনেক শীতের পোশাক কিনে ফেলল। ওভারকোট, সোয়েটার, কানটুপি, হাতমোজা, চাদর ইত্যাদি পোশাক। এত কিছু কিনেও যেন তার মন ভরে না। কেনাকাটা শেষ হতে না হতেই সৌরভের এক বন্ধু ফোন করে ওকে শপিং মলের পাশেই একটা রেস্টুরেন্টে যেতে বলে। রেস্টুরেন্টে গিয়ে সৌরভ দেখে ওর তিন বন্ধু মিলে আড্ডা দিচ্ছে। সৌরভও বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতে ওঠে। অনেক গল্পগুজব আর খাওয়া-দাওয়া করতে করতে রাত প্রায় দশটা বেজে গেল। সৌরভ আর দেরি করল না। বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল।
নিজেদের গাড়িতে বসে আছে সৌরভ। ড্রাইভার গাড়ি চালাচ্ছে। গাড়িটা কারওয়ান বাজার এলাকায় এসে জ্যামে পড়ল। হঠাৎ গাড়ির জানালা দিয়ে ফুটপাতে চোখ পড়তেই সে দেখল কিছু মানুষ রাস্তার পাশে শুয়ে আছে। তাদের কারও গায়ে শীতের পোশাক নেই বললেই চলে। সৌরভ গাড়ির জানালাটা খুলে সেদিকে ভালো করে তাকায়। গাড়ির ভেতর শীতের বাতাস তার গায়ে কাঁটা দেয়। সৌরভ এই শীতে মানুষগুলোর এইভাবে শীতের কাপড় ছাড়া শুয়ে থাকতে দেখে তাদের কষ্ট অনুভব করার চেষ্টা করে।
আবছা অন্ধকারে সৌরভ দেখতে পায় একজন বৃদ্ধ খালি গায়ে কুঁকড়ে মাটিতে শুয়ে কাশছে। সৌরভ কয়েক মুহূর্ত ভেবে পাশের একটা প্যাকেট থেকে একটু আগে কেনা চাদরটা বের করে নিয়ে এগিয়ে যায় বৃদ্ধ লোকটার দিকে। সে দেখে বৃদ্ধ লোকটি কাঁপছে। জোরে জোরে শ্বাস নিচ্ছে। সে একবার ভাবল লোকটাকে ডাকবে কিন্তু পরমুহূর্তে সিদ্ধান্ত বদলে হাতের চাদরটা মেলে বৃদ্ধের গায়ে জড়িয়ে দেয়। সৌরভের মনে একটা প্রশান্তির অনুভূতি তৈরি হয়। সেই মুহূর্তে জ্যাম ছেড়ে দিলে সৌরভ দ্রুত গাড়িতে এসে ওঠে। সৌরভ দেখতে পায় বৃদ্ধ লোকটা নিজের গায়ে চাদরটা আরও টেনে নেয়। একজন লোককে অন্তত শীতের কষ্ট থেকে পরিত্রাণ দিতে পেরে সৌরভ আনন্দিত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক)
জ্ঞানচর্চায় বিজ্ঞানের ভূমিকা দুই বন্ধুর মধ্যে সংলাপতৈরি কর।
অথবা,
(খ) প্রদত্ত উদ্দীপক অনুসরণে 'পানি-দূষণ' বিষয়ে একটি ক্ষুদে গল্প রচনা কর:-
লঞ্চ ভ্রমণের সময় বুড়িগঙ্গা নদীর পানির রং দেখে রাহাত বিস্মিত হয়।…………….
(ক) নিরাপদ সড়ক চাই বিষয়ে দুজনের মধ্যে একটি সংলাপ রচনা কর ।
অথবা,
(খ) "তুমি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? উদ্দীপকটি অনুসরণে একটি খুদে গল্প রচনা কর।
(ক) একটি ঐতিহাসিক স্থান সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো।
অথবা,
(খ) গ্রীষ্মকালীন ছুটিতে গ্রামের বাড়িতে বেড়ানো বিষয়ে একটি খুদেগল্প রচনা করো।
(ক) মেট্রোরেল ভ্রমণের আনন্দকে কেন্দ্র করে দুই বন্ধুর সংলাপ তৈরি কর।
অথবা, (খ) 'স্বপ্ন পূরণের আশা' শিরোনামে একটি খুদে গল্প লেখ।