৮.দিনলিপি/প্রতিবেদন-১০
(ক) তোমার কলেজে 'বসন্তবরণ' পালিত হয়েছে। ওই দিনের বর্ণনা দিয়ে একটি দিনলিপি লেখো।
অথবা,
(খ) তোমার এলাকার গণগ্রন্থাগারের অবস্থা সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো।
(ক) উত্তরঃ
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ,
বুধবার,
রাত ১০টা,
ঢাকা।
আজ ঋতুরাজ বসন্তের প্রথম দিন। শীতের পরে বসন্ত এসে প্রকৃতিকে নতুনভাবে সাজিয়ে দেয়, বসন্তের প্রকৃতি আমার খুব ভালো লাগে। আমাদের কলেজে প্রতিবছরই বসন্তবরণে একটি অনুষ্ঠান হয়। আজ সকালে আমি বাসন্তী রঙের শাড়ি পড়েছিলাম। কলেজের মাঠে একটি মঞ্চ বানিয়ে সেখানে মূল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে গান, কবিতা, নাচ ইত্যাদি পরিবেশনার সঙ্গে চলছিল বসন্ত বন্দনা। একজন গেয়েছিল লগ্নজিতার 'বসন্ত এসে গেছে' গানটি। তবে সবচেয়ে মনোমুগ্ধকর পরিবেশনা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 'আহা আজি-এ বসন্তে' গানটির পরিবেশনা। আমার বন্ধু সাদিয়া 'ফুলে ফুলে, ঢোলে ঢোলে...' গানটির সঙ্গে নৃত্য পরিবেশন করেছিল। অনুষ্ঠান শেষে একটি কনসার্টের আয়োজন করা হয়েছিল সেখানে সংগীত পরিবেশন করেছিল শিল্পী অর্ণব। কনসার্ট শেষে সমাপনী বক্তব্য রাখেন আমাদের কলেজের অধ্যক্ষ। তিনি তাঁর বক্তব্যে বসন্তবরণের সঙ্গে বাঙালি জাতির ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার কথা বলেন। কিছুক্ষণ আগেই বাসায় এসেছি। আজ সারা দিন খুব আনন্দে কেটেছে, আবার কবে বসন্ত আসবে তার জন্য আমি অপেক্ষা করছি।
(খ) উত্তরঃ
১৫ সেপ্টেম্বর ২০২৪
জেলা প্রশাসক,
কুড়িগ্রাম।
বিষয়: কুড়িগ্রাম জেলা শহরে গ্রন্থাগার-সংক্রান্ত প্রতিবেদন।
সূত্র: প্র.ম./২৯(১১)/২৪
জনাব,
উপর্যুক্ত সূত্র ও বিষয়ের আলোকে কুড়িগ্রাম শহরের লাইব্রেরি সরেজমিনে জরিপ করে এর বর্তমান অবস্থা-সম্পর্কিত তথ্যাবলি আপনার অবগতির জন্য প্রতিবেদন হিসেবে উল্লেখ করছি.
১. জেলার একমাত্র লাইব্রেরি হলেও বর্তমানে লাইব্রেরির অবস্থা খুবই করুণ। বইয়ের সংখ্যাও প্রয়োজনের তুলনায় অনেক কম। তার ওপর রয়েছে নানা অনিয়ম ও অব্যবস্থাপনা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পাঠোৎসাহী মানুষের সংখ্যা বাড়লেও বইয়ের সংখ্যা বাড়েনি। এছাড়া অনেক মানুষ বই নিয়ে ফেরত দেননি। বর্তমানে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা মোট ২২৫, যা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
২. নানা শ্রেণি-পেশার মানুষের বাইরেও শিক্ষার্থীদের মানসিক বিকাশ, জানার পরিধি বৃদ্ধির জন্য জ্ঞান-বিজ্ঞান ও শিল্প-সাহিত্যের নানা শাখার বই পড়া উচিত। অথচ এ লাইব্রেরিতে এসব বইয়ের বড়োই অভাব। তাছাড়া গ্রন্থাগারিকের পদটি শূন্য। এমতাবস্থায় সাময়িকভাবে একজন গ্রন্থাগারিকের দায়িত্ব পালন করছেন। তবে অন্যান্য দায়িত্ব থাকায় তিনি প্রয়োজনীয় সময় দিতে পারেন না।
৩. লাইব্রেরির বই রক্ষণাবেক্ষণে সঠিক পদ্ধতি অবলম্বন করা হয় না। তাছাড়া এই লাইব্রেরিতে ক্যাটালগ নেই। এর বাইরে বই ইস্যু এবং ফেরত নেওয়ার ব্যাপারেও অব্যবস্থাপনা রয়েছে।
প্রয়োজনীয় সুপারিশ:
১. জনসাধারণের প্রয়োজন মেটাতে বিভিন্ন বিষয়ের পর্যাপ্তসংখ্যক বই ক্রয় করে কলেজ লাইব্রেরিকে সমৃদ্ধ করা।
২. লাইব্রেরিতে বইয়ের জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দের ব্যবস্থা করা।
৩. বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা থেকে অনুদান হিসেবে লাইব্রেরির জন্য বই সংগ্রহ করা।
৪. গ্রন্থাগারিকের শূন্য পদে অবিলম্বে লোক নিয়োগ দেওয়া।
৫. যথাযথভাবে বই রক্ষণাবেক্ষণের জন্য দশমিক পদ্ধতিতে পুস্তকের তালিকা প্রণয়ন এবং বই ইস্যু করার পর নির্দিষ্ট সময়ে বই ফেরত নেওয়ার ব্যবস্থা করা।
বিনীত ,
এলাকাবাসীর পক্ষে,
মারুফ আহমেদ
কুড়িগ্রাম।
* [এখানে প্রতিষ্ঠান ও প্রতিবেদকের ঠিকানাসহ খাম আঁকতে হবে]
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমার কলেজে অনুষ্ঠিত মহান বিজয় দিবস উদ্যাপনের একটি দিনলিপি রচনা কর।
অথবা,
(খ) তোমার কলেজে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পর্কিত একটি প্রতিবেদন রচনা কর।
(ক) বাংলা নববর্ষ কীভাবে উদ্যাপন করেছ তার ওপর একটি দিনলিপি রচনা করো।
অথবা,
(খ) 'দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি' বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো।
(ক) তোমার কলেজে প্রথম দিনের অভিজ্ঞতা বর্ণনা করো।
অথবা,
(খ) জাতি গঠনে নারী সমাজের ভূমিকা সম্পর্কে একটি মঞ্চ ভাষণ তৈরি করো।
(ক) কলেজে প্রথম দিনের অনুভূতি ব্যক্ত করে একটি দিনলিপি লেখ।
অথবা,
(খ) তোমার, কলেজ ছাত্রাবাসের বর্তমান অবস্থা বর্ণনা করে একটি প্রতিবেদন তৈরি কর।