৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র

(ক) তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন পত্র প্রেরণ কর।

অথবা,

(খ) শিক্ষাভ্রমণে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের বরাবর একটি আবেদনপত্র লেখ।

MB 24

(ক)

প্রিয় লতা,

অনেক দিন হলো তোমার কোনো চিঠি পাই না। নিশ্চয়ই পড়াশোনা নিয়ে ব্যস্ত আছ। আজ তোমাকে একটি বিষয় জানাতেই আমার এ লেখা। যে দুঃখ প্রিয়জনকে বলে কিছুটা হালকা হওয়া যায়, তেমনই একটি বিষয় তোমাকে জানাব। তুমি তো জানো বিদ্যালয়ে পৌঁছাতে আমাকে মহাসড়ক ধরে বেশ কিছু দূর যেতে হয়। আজ বড় আপা চলে যাওয়ায় মনটা একটু ভারাক্রান্ত ছিল। তাই কিছুটা আনমনা হয়ে হাঁটছিলাম। আমার একটু সামনেই বছর তিনেকের একটি ফুটফুটে ছেলেকে নিয়ে তার মা রাস্তার পাশ দিয়ে হাঁটছিলেন। চৌরাস্তার মোড়ে পৌঁছাতেই ছেলেটি বিস্কুট খাবে বলে মায়ের হাত ছেড়ে দোকানের দিকে দৌড় দিল। এমন সময় ঘাতকরূপী একটি মালবাহী ট্রাক এলো। ‘বাবা ধন’ বলে মাও ছেলেকে রক্ষা করতে দৌড় দিলেন। কিন্তু তার কোলের মানিককে বাঁচাতে তো পারলই না, উপরন্তু নিজের দেহটাও দুই টুকরো হয়ে গেল। তারপরের ঘটনা বর্ণনাতীত। পিচঢালা রাস্তাটিতে যেন রক্তের বন্যা বয়ে গেল। দানবরূপী ট্রাকটিকে সবাই আটকে রাখলেও রক্ষা করতে পারেনি মা ও সন্তানের জীবন। ঐ মুহূর্তে আমি যেন নির্বাক হয়ে গিয়েছিলাম। চোখের সামনে এমন একটি দুর্ঘটনা প্রত্যক্ষ করে আমি কিংকর্তব্যবিমূঢ়। আজ রাখি। চিঠি আর দীর্ঘ করব না। তুমি রাস্তা চলার সময় সাবধানে চলিও৷

ইতি

তোমার বান্ধবী

লিজা।

(খ)

২১শে জুলাই, ২০২১
বরাবর
প্রধান শিক্ষক
মুনলাইট উচ্চ বিদ্যালয়।
ময়মনসিংহ।
বিষয় : শিক্ষাসফরে যাওয়ার জন্য প্রয়োজনীয় অর্থ ও অনুমতির জন্য আবেদন।
জনাব,

বিনীত নিবেদন এই যে, আমরা আপনার স্কুলের দশম শ্রেণির ছাত্রছাত্রী। সামনের মাসের প্রথম সপ্তাহে আমরা শিক্ষাসফরে যাওয়ার মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। পাঠ্যসূচিভুক্ত তত্ত্বীয় জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জনে শিক্ষাসফরের কোনো বিকল্প নেই, সে বিষয়ে সম্মানিত শিক্ষকমণ্ডলী প্রায়ই আমাদেরকে অবগত করেন। বাস্তবিকই শিক্ষাসফর শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা বিষয়। যে বিষয়টা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত, সে বিষয়টা পড়ার পাশাপাশি যদি বাস্তবে তার সঙ্গে পরিচিত হওয়া যায় তবে তা সে জ্ঞানলাভে আরও বেশি ফলপ্রসূ হবে, সে ব্যাপারে আপনি আমাদের চেয়েও ভালো জানেন। তাই আপনার অনুমতিসাপেক্ষে আমরা বগুড়ার মহাস্থানগড়ে পড়েছি, এবার এ ঐতিহাসিক স্থানটি বাস্তবে দেখতে চাই। বর্ধিত করতে চাই মহাস্থানগড় সম্পর্কে আমাদের জানার পরিধি। 

অতএব, মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা, আমাদেরকে শিক্ষাসফরের অনুমতি ও প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ দিয়ে বাধিত করবেন। 

নিবেদক

রাজু আহমেদ
মুনলাইট উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে।

৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র টপিকের ওপরে পরীক্ষা দাও