৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) তোমার দেখা বাংলাদেশের কোনো একটি গ্রামের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুকে একটি ই-মেইল পাঠাও।
অথবা,
(খ) তোমার কলেজে রবীন্দ্র-জয়ন্তী উদযাপন উপলক্ষে একটি আমন্ত্রণপত্র রচনা করো।
(ক) উত্তর:
উত্তর:
From: | ahad@gmail.com |
|---|---|
To: | jackus@gmail.com |
cc: | |
Subject: | গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য। |
Text:
জ্যাক
বাংলাদেশের এক প্রত্যন্ত অঞ্চলে আমার দাদুবাড়ি। এ গ্রামের সৌন্দর্য, বর্ণনাতীত। গ্রামের পাশ দিয়ে বয়ে চলা নদী, সারি সারি সবুজ গাছের বন চোখ জুড়ায়। দূষণমুক্ত বাতাস, ভেজালমুক্ত খাদ্য আর সরল মনের মানুষেরা গ্রামকে আরো বিশুদ্ধতা দিয়েছে। সকালের নরম রোদে গ্রামের মেঠোপথ ধরে অনেকদূর হেঁটে যাওয়া, সুস্বাদু নানারকম পিঠা, ধানক্ষেতে বিকেলের রোদে আলোছায়ার খেলা মনকে প্রশান্তি এনে দেয়। তুমি বাংলাদেশে এলে অবশ্যই তোমাকে আমাদের দাদুবাড়ি বেড়াতে নিয়ে যাবো।
আহাদ জামান।
অথবা,
(ক) উত্তর:
উত্তর:
সুধী,
আগামী ২৫শে বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ বিকেল ৪টায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আমাদের কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও কবি।
উক্ত অনুষ্ঠানে আপনার অংশগ্রহণ আমাদেরও অনুপ্রাণিত করবে।
শুভেচ্ছান্তে-
নওশান চৌধুরী আহ্বায়ক রবীন্দ্রজয়ন্তী উদ্যাপন কমিটি আইডিয়াল ল্যাবরেটরি কলেজ, ঢাকা ১২৩৬
অনুষ্ঠানসূচি
১. অতিথিদের অভ্যর্থনা: বিকেল ৪:০০টা
২. আলোচনা সভা: বিকেল ৪:০৫টা
৩. সাংস্কৃতিক অনুষ্ঠান: সন্ধ্যা ৬:৩০টা
* [এখানে দেশি ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।