৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) তোমার বোনের বিয়েতে নিমন্ত্রণ জানিয়ে বন্ধুকে ই-মেইল প্রেরণ করো।
অথবা, (খ) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে 'সহকারী শিক্ষক' পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখো।
ক)
From: | parvej@yahoo.com |
|---|---|
To: | shadat125@gmail.com |
cc: | |
Subject: | বোনের বিয়েতে নিমন্ত্রণ প্রসঙ্গে। |
Text:
প্রিয় শাদাত,
কেমন আছ। অনেক দিন হলো তোমার খবর জানি না। আমি ভালো আছি। তুমি জেনে আনন্দিত হবে যে, আমার বোন নীলার আগামী ১লা নভেম্বর ২০১৯, রোজ শুক্রবার শুভ বিবাহ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তুমি আরও খুশি হবে যে, পাত্র কম্পিউটার ইঞ্জিনিয়ার। তুমি যে দেশে অবস্থান করছ, পাত্রও সেই দেশেই বসবাস করে। বিয়ের সব আয়োজন আমাকেই করতে হচ্ছে। তুমি অবশ্যই আসবে। তুমি এলে খুব মজা হবে। ভালো থাকো, সুস্থ থেকো।
পারভেজ
খ উত্তর:
২রা মে, ২০১৯
বরাবর
অধ্যক্ষ
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা।
বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের জন্য আবেদন।
জনাব,
গত ২৮শে এপ্রিল, ২০১৯ তারিখে 'দৈনিক যুগান্তর' পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের মাধ্যমে জানতে পারলাম, আপনার অধীনে বাংলাদেশ ও বিশ্বপরিচ বিষয়ে একজন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমি আমার শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য প্রয়োজনীয় তা আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করছি।
নাম : ফাতেমা ওয়ারা
পিতার নাম : ওয়াজেদ মল্লিক
মায়ের নাম : রাবেয়া সুলতানা স্থায়ী
ঠিকনা : গ্রাম: লক্ষ্মণপুর, ডাকঘর + উপজেলা পীরগঞ্জ, জেলা ঠাকুরগাঁও।
বর্তমান ঠিকানা : ঐ
জন্মতারিখ : ৩০.০৯.১৯৯১
জাতীয়তা : বাংলাদেশি (জন্মসূত্রে)
ধর্ম : ইসলাম (সুন্নি)
শিক্ষাগত যোগ্যতা :
পরীক্ষার নাম | বিভাগ/বিষয় | প্রাপ্ত জিপিএ/সিজিপিএ | পাসের বছর | বোর্ড/ বিশ্ববিদ্যালয় |
|---|---|---|---|---|
এসএসসি | বিজ্ঞান | ৪.০০ (৫-এর মধ্যে) | ২০০৬ | দিনাজপুর বোর্ড |
এইচএসসি | বিজ্ঞান | ৪.৪০ (৫-এর মধ্যে) | ২০০৮ | দিনাজপুর বোর্ড |
বিএসএস | সমাজবিজ্ঞান | ৩.১২ (৪-এর মধ্যে) | ২০১২ | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
এমএসএস | সমাজবিজ্ঞান | ৩.২১ (৪-এর মধ্যে) | ২০১৩ | রাজশাহী বিশ্ববিদ্যালয় |
অভিজ্ঞতা : ১লা জানুয়ারি, ২০১৫ থেকে এম. এ. রেজা ডিগ্রি কলেজ, ভেদরগঞ্জ, শরীয়তপুরে প্রভাষক পদে কর্মরত আছি। অতএব, মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা এই যে, ওপরে বর্ণিত তথ্যাদি বিচার করে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে কৃতজ্ঞ থাকব।
বিনীত-
ফাতেমা ওয়ারা
সংযুক্তি:
১. দুই কপি পাসপোর্ট সাইজ ছবি
২. সকল সনদপত্রের অনুলিপি
৩. অভিজ্ঞতার সনদের অনুলিপি
৪. জাতীয় পরিচয় পত্রের অনুলিপি
* [এখানে পদের নামসহ আবেদনকারী ও পত্র প্রাপকের ঠিকানা সংবলিত খাম আঁকতে হবে।।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) তোমাদের কলেজে অনুষ্ঠিতব্য সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়ে একজন দেশবরেণ্য ব্যক্তিত্ব বরাবর একটি ই-মেইল তৈরি কর।
অথবা ,
(খ) তোমাদের এলাকায় বিজয় দিবস উদ্যাপনের বর্ণনা দিয়ে প্রবাসী বন্ধুর কাছে একটি পত্র লেখ।
(ক) বাংলা নববর্ষের উৎসব উপলক্ষ্যে বন্ধুর নিকট একটি চিঠি লিখ।
অথবা, (খ) তোমার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্যে একটি পত্র লেখো।
(ক) বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বন্ধুর নিকট একটি ই-মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে 'অফিসার পদে' নিয়োগলাভের জন্য একটি আবেদনপত্র রচনা করো।
(ক) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে ই- মেইল প্রেরণ করো।
অথবা,
(খ) তোমার এলাকায় একটি রাস্তা সংস্কার সম্বন্দ্বে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে সংবাদপত্রে প্রকাশনার্থে একটি পত্র লেখো।