৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) তোমার সাথে সুন্দরবন ভ্রমণের আমন্ত্রণ জানিয়ে বন্ধুদের কাছে প্রেরণের জন্য একটি ই-মেইল রচনা কর।
অথবা,
(খ) কলেজে একটি বিজ্ঞান ক্লাব প্রতিষ্ঠার জন্য অধ্যক্ষের নিকট আবেদনপত্র লেখ।
(ক) উত্তরঃ
To : raju16@gmail.com
Cc :
Bcc :
Subject:
সুন্দরবন ভ্রমণের জন্য আমন্ত্রণ।
প্রিয় মামুন,
আগামী ৯ ও ১০ জুন, ২০২৩ খ্রি. আমি আমার বড় ভাই ও বন্ধু রাশেদকে নিয়ে সুন্দরবন ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করেছি। ৮ জুন, রাত ১১টায় আমরা সায়দাবাদ বাসস্ট্যান্ড থেকে রওয়ানা দেব। ভোরে আমরা খুলনা শহরে পৌছাব। সেখানে আমার ফুফুর বাড়ি। ফুফুর বাড়িতে বিশ্রাম করে ফুফাতো ভাইকে সঙ্গে নিয়ে আমরা সুন্দরবনের উদ্দেশে রওয়ানা দেব। আমার ফুফা সেখানে সমস্ত আয়োজন ও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছেন। তুমি আমার সঙ্গে গেলে খুব ভালো লাগবে। দিন দুটি আমরা অনেক মজা করে কাটাতে পারব এবং স্মৃতির পাতায় অমলিন করে রাখার মতো দিনগুলোর মধ্যে অন্যতম হয়ে থাকবে। শিগগিরই তোমার মতামত জানিয়ে ই-মেইল করবে।
তোমার বন্ধু
আহমদ।
(খ) উত্তরঃ
বিজ্ঞান ক্লাব গঠনের অনুমতি জন্য আবেদন
১২-০৯-২০২০
বরাবর
প্রধান শিক্ষক
নাকশালা জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুর
বিষয়: 'বিজ্ঞান ক্লাব' গঠনের অনুমতির জন্য আবেদন।
মহােদয়
সবিনয় নিবেদন এই যে, আমরা আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র-ছাত্রী। বেশ কিছুদিন থেকে আমরা। স্কুলে বিজ্ঞানচর্চার জন্য একটি বিজ্ঞান ক্লাবের প্রয়ােজনীয়তা অনুভব করছি। বিজ্ঞান ও প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে বিজ্ঞানচর্চা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হয় না। আর বিজ্ঞান ক্লাব গঠন করা হলে বিজ্ঞান বিষয়ে আলােচনা, তথ্য আদান-প্রদান, পত্র-পত্রিকা প্রকাশ করা সম্ভব হবে। বিজ্ঞান বিষয়ে পড়াশােনা ও গবেষণা করে। আমরা নতুন নতুন বিজ্ঞান প্রজেক্ট তৈরিতেও দ্রত সফলতা অর্জন করব।
অতএব, মহােদয়ের নিকট বিনীত প্রার্থনা, আমাদের বিদ্যালয়ে একটি বিজ্ঞান ক্লাব' গঠনের অনুমতি ও । প্রয়ােজনীয় দিকনির্দেশনা প্রদান করে বাধিত করবেন।
নিবেদক
অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পক্ষে আবদুস সালাম
নাকশালা জমিরউদ্দিন উচ্চ বিদ্যালয়, সখীপুর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) প্রয়োজনীয় বই ধার চেয়ে তোমার বন্ধুকে ই-মেইল কর।
অথবা,
(খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র লেখ।
(ক) তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।