৬ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) এ মামলায় আমি সাক্ষী দেব না।
ii) কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
iii) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
iv) মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।
v) ঢেঁকি বেহেস্তে গেলেও ধান ভানে।
vi) শুধুমাত্র তুমি গেলেই হবে।
vii) ছেলেটি ভয়ানক মেধাবী।
viii) বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
এমন লজ্জাস্কর ব্যাপার কখনো দেখি নাই। ছেলেটি বংশের মাথায় চুনকালি দিয়েছে। ওর বাবা-মায়ের আর বাঁচার স্বাদ নেই। তারা খুবই অপমান হয়েছেন। সবাই ওকে সচ্চরিত্রবান মনে করত।
(ক) উত্তরঃ
i) এ মামলায় আমি সাক্ষী দেব না।
উত্তর: এ মামলায় আমি সাক্ষ্য দেব না ।
ii) কীর্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
উত্তর: কৃত্তিবাস বাংলা রামায়ন লিখেছেন।
iii) তাহার বৈমাত্রেয় সহোদর অসুস্থ।
উত্তর: তাহারা সহোদর ভাই অসুস্থ।
iv) মহারাজা সভাগৃহে প্রবেশ করলেন।
উত্তর: মহারাজ সভাগৃহে প্রবেশ করলেন।
v) ঢেঁকি বেহেস্তে গেলেও ধান ভানে।
উত্তর:ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে ।
vi) শুধুমাত্র তুমি গেলেই হবে।
উত্তর: শুধু তুমি গেলেই হবে।
vii) ছেলেটি ভয়ানক মেধাবী।
উত্তর: ছেলেটি অত্যন্ত মেধাবী ।
viii) বিশ্বে বাংলা ভাষাভাষীর সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
উত্তর: বিশ্বে বাংলা ভাষী লোকের সংখ্যা প্রায় ত্রিশ কোটি।
(খ) উত্তরঃ
এমন লজ্জাকর ব্যাপার কখনো দেখিনি। ছেলেটি বংশের মুখে চুনকালি দিয়েছে। ওর বাবা-মায়ের আর বাঁচার সাধ নেই। তারা খুবই অপমানিত হয়েছেন। সবাই ওকে চরিত্রবান মনে করত।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) সকল সদস্যগণকে অভিনন্দন জানাচ্ছি।
ii) আকণ্ঠ পর্যন্ত ভোজনে স্বাস্থ্যহানি ঘটে।
iii) মেয়েটি বেশ বুদ্ধিমান।
iv) একথা প্রমাণ হয়েছে।
v) চোরে চোরে চাচাতো ভাই
vi) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
vii) পাহারে প্রাকৃতিক বৈচিত্রটা আমাদের মুগ্ধ করে।
viii) তিনি স্ববান্ধব আমন্ত্রিত।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
আসছে আগামীকাল কদমতলী কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। প্রত্যেক শিক্ষকগণ উপস্থিত থাকবেন। খবরটি শুনে রিপা খুশি হলো। সে প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। তার আবৃত্তিতে মাধুর্যতা আছে।
(ক) নিচের অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ।
বিদ্বানজনেরা সাধারণত সংস্কৃতিপ্রিয়। সৌহার্দতা আমাদের বাঙালি সংস্কৃতির প্রাণ। কিন্তু দিন দিন তা গ্লান হওয়ায় আমরা সশঙ্কিত। তবুও নিরাশায় ডুবে থাকলে চলবে না।-এ ক্ষেত্রে যে কোনো শুভ উদ্যোগকে জানাই সুস্বাগত।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ।
(i)তিনি সম্ভান্তশালী বংশে জন্মেছেন।
(ii)রবীন্দ্রনাথের প্রতিভা ভয়ঙ্কর।
(iii) দুর্বিসহ যন্ত্রণায় ভুগছি।
(iv) অদ্যবধি তাহার দেখা নাই।
(v) বাক্যটির উৎকর্ষতা প্রশংসনীয়।
(vi) হাটে কলস ভাঙা।
(vii) অন্যায়ের ফল দুর্নিবার্য।
(viii) সব পাখিরা নীড় বাঁধে না।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।
ii) তৎকালীন সময়ে তার ভূমিকা সমালোচিত হয়।
iii) আমরা তার বিদেহী আত্মার চিরশান্তি কামনা করি।
iv) এখানে প্রবেশ নিষেধ।
v) পড়ে পাতায় নিশির পাতায় শিশির।
vi) সম্প্রতি বাংলাদেশের বেশ কয়েকটি নদীতে নাব্যতা সংকট দেখা দিয়েছে।
vil) দারিদ্র্যতা আমাদের অভিশাপ।
viii) তাকে দেখে আমি আশ্চর্য হয়েছি।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা। বিশ্বের প্রায় তিরিশ কোটি বাংলাভাষাভাষী। ভাষীক দিক হইতে পৃথিবীতে এই ভাষার স্থান পঞ্চম। কিন্তু আমাদের বাংলাদেশেই এটির সর্বস্তরে ব্যবহার নেই, কারণ মানষিক দৈন্যতা। ভাষাকে আন্তর্জাতিক মানদন্ডে উন্নিত করতে হলে কমিটমেন্ট প্রয়োজন।
(ক) নিচের যেকোনো পাঁচটি বাক্য শুদ্ধ করে লেখ:
i) বাংলাদেশ একটি উন্নতশীল দেশ।
ii) দৈন্যতা সবসময় ভালো নয়।
iii) চোখে হলুদফুল দেখছি।
iv) ইহার আবশ্যক নাই।
v) একের বোঝা, দশের লাঠি।
vi) আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
vii) এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়।
viii) তার সৌজন্যতায় মুগ্ধ হলাম।
অথবা,
(খ) অনুচ্ছেদটি শুদ্ধ করে লেখ:
আজকাল বানানের ব্যাপারে সকল ছাত্ররাই অমনোযোগি। বানান শুদ্ধ করে লেখার ব্যাপারে তারা তো সচেষ্টিত নয়ই, বরং অবস্থা দেখে মনে হয় তারা যেন ভূল করার প্রতিযোগীতায় নেমেছে।