৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) বনভোজনে যাওয়ার ইচ্ছা জানিয়ে তোমার সহপাঠীদের একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহের অব্যবস্থার কথা জানিয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পত্রিকায় প্রকাশের জন্য একটি চিঠি লেখ।
ক) উত্তরঃ
To : sohag@yahoo.com
Cc :……………………..
Bcc : …………………
Subject: বন্ধুর কাছে বনভোজনে যাওয়ার ইচ্ছা প্রকাশ
প্রিয় সোহাগ,
শুভেচ্ছা নিও। আশা করি ভালো আছ। বাপ্পির কাছ থেকে জানতে পারলাম আমাদের কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীরা বনভোজনে যাচ্ছে। আমি তো বেশ কয়েকদিন কলেজে যেতে পারিনি অসুস্থতার জন্য। এখন অনেকটা ভালো। তোমাদের সঙ্গে বনভোজনে গেলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যাব। তাই বনভোজনে যেতে আমি খুবই আগ্রহী। কোথায় যাচ্ছ, কত টাকা চাঁদা দিতে হবে, কোথায় কবে উপস্থিত থাকতে হবে ইত্যাদি তথ্য জানালে আমি সেভাবে প্রস্তুতি নিতে পারব। আশা করি আমার নাম তালিকাভুক্ত করে যাবতীয় তথ্য শীঘ্রই আমাকে জানিয়ে দেবে।
ধন্যবাদান্তে
অমৃত কবীর
প্রথম বর্ষ (বিজ্ঞান)
রোল নং ০৭
খ) উত্তরঃ
১০ই ফেব্রুয়ারি, ২০২১
বরাবর
সম্পাদক
দৈনিক ইত্তেফাক
৪০ কারওয়ান বাজার
ঢাকা-১২১৫
জনাব,
আপনার বহুল প্রচারিত ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকার চিঠিপত্র বিভাগে অনুগ্রহপূর্বক আমার নিম্নলিখিত পত্রটি প্রকাশ করে অত্র এলাকার অধিবাসীদের দুঃখ-কষ্টের করুণ চিত্র তুলে ধরলে কৃতার্থ হব।
নিবেদক
ফরিদগঞ্জ, চাঁদপুর
আলুনিয়ায় বিশুদ্ধ পানির অভাব
চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার অন্তর্গত আলুনিয়া গ্রামের দারিাদ্র্যপীড়িত অধিবাসীবৃন্দ দীর্ঘকাল ধরে নিদারুণ পানিকষ্ট ভোগ করে আসছে। গ্রামে বিশুদ্ধ পানি পাওয়ার মতো কোনো নলকূপ নেই। অতি পুরাতন তিনটি পাতকুয়া, দুটো পুরাতন পুকুর ও ছোট একটি খাল গ্রামে রয়েছে। পানির এ সীমিত উৎস থেকে গ্রামবাসী কোনোরকমে দৈনন্দিন কাজ ও পানীয়জলের অভাব মিটিয়ে থাকে। পুকুরগুলো অতি পুরাতন এবং সংস্কারের অভাবে শ্যাওলা জাতীয় জলজ উদ্ভিদে পরিপূর্ণ হয়ে আছে। খালটাতে একমাত্র বর্ষা মৌসুম ছাড়া অন্যসময় মোটেই পানি থাকে না। শুকনো মৌসুমে তাই গ্রামে নিদারুণ পানি কষ্ট দেখা দেয়। যে কয়টি পাতকুয়া আছে তা গ্রামবাসীর চাহিদা পূরণ করতে পারে না। মানুষ বাধ্য হয়ে বদ্ধ পুকুরের জীবাণুযুক্ত পানি পান করে। ফলে প্রায়ই সাধারণ গ্রামবাসীকে কলেরা, ডায়রিয়া, আমাশয়, টাইপয়েড প্রভৃতি পানিবাহিত রোগে আক্রান্ত হতে হয়, এসব রোগে অনেকে অকালে মৃত্যুবরণ করে। পানির এ প্রকট সমস্যা দূর করার জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন করেও কোনো লাভ হয়নি।
অতএব, আমাদের এ মারাত্মক সমস্যাটি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে অনতিবিলম্বে এই গ্রামে কয়েকটি নলকূপ স্থাপন করে অসহায় জনগণকে অকালমৃত্যুর হাত থেকে রক্ষা করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয়দৃষ্টি আকর্ষণ করছি।
আলুনিয়া গ্রামবাসীর পক্ষে
ফরিদগঞ্জ, চাঁদপুর।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) প্রয়োজনীয় বই ধার চেয়ে তোমার বন্ধুকে ই-মেইল কর।
অথবা,
(খ) শিক্ষাসফরে যাওয়ার অনুমতি চেয়ে অধ্যক্ষের কাছে আবেদনপত্র লেখ।
(ক) তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) জরুরি রক্তের প্রয়োজনীয়তা জানিয়ে সহপাঠীকে বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) তোমার এলাকায় ডেঙ্গুজ্বর প্রতিরোধের আবেদন জানিয়ে উপজেলা চেয়ারম্যান বরাবর একটি পত্র লেখ।