৯ বৈদ্যুতিক চিঠি / আবেদন পত্র
(ক) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা দিয়ে বাংলাদেশ ভ্রমণে উদ্বুদ্ধ করতে বিদেশি বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ)
বাণিজ্যিক প্রতিষ্ঠানেহিসাবরক্ষণ কর্মচারী পদে নিয়োগ লাভের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) উত্তরঃ
To : rodrikangel@gmail.com
Cc :
Bcc :
Subject: বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য।
প্রিয় রড্রিক,
সুজলা-সুফলা, সবুজে সবুজময়, রূপ ও সৌন্দর্যে অপরূপা বাংলাদেশ। বাংলার রূপমুগ্ধ কবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, 'মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে।' আর রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ ঘোষণা করেছেন, 'আবার আসিব ফিরে এ বাংলায়।' বাংলার নিসর্গ বিচিত্র রঙে রঙিন, অপূর্ব দীপ্তিতে উজ্জ্বল এর চাঁদ-তারার আলো। প্রকৃতিতে রয়েছে সবুজ মাঠ-বনানী, রূপালি স্রোতের অসংখ্য নদী, ছোটবড় পাহাড়ের সবুজ হাতছানি, দীর্ঘ সাগর সৈকত, উর্মিমুখর সমুদ্র, ম্যানগ্রোভ সুন্দরবন, আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনাচারণ, নাচ-গান, সহজ-সরল মানুষের আন্তরিক আতিথেয়তা বাংলার আবহমানকালের গৌরবময় ঐতিহ্য। তুমি বাংলাদেশে বেড়াতে এলে এসব ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে যাবে, রাশি রাশি ভালো লাগার মধ্যে হারিয়ে যাবে। বাংলার রূপ দেখে, বাংলার মানুষের সঙ্গে মিশে তুমি হয়তো আর নিজ দেশে ফেরার কথা ভাবতেই পারবে না। মায়াময় বাংলাদেশ তোমার অন্তর ভরিয়ে দেবে ভালোবাসায়, প্রেমের রোমাঞ্চে।
ইতি
তোমার বন্ধু,
চিন্ময়।
(খ) উত্তরঃ
তারিখঃ ১৭/০৪/২০১৮
বরাবর
ব্যবস্থাপনা পরিচালক
নিশাত জুট মিলস্ লি. ঢাকা।
বিষয়ঃ হিসাবরক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।
জনাব,
বিনীত নিবেদন এই যে, গত ১৫/০৪/২০১৮ ইং তারিখে ‘দৈনিক ইত্তেফাক’ পত্রিকায় বিজ্ঞপ্তি মোতাবেক জানকে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে কিছুসংখ্যক লোক হিসাবরক্ষক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন আগ্রহী প্রার্থী হিসেবে আমার যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলি সদয় বিবেচনার জন্য আপনার সমীপে পেশ করলাম।
১. নামঃ গাজী শরীফ
২. পিতার নামঃ মো. আব্দুল খালেক
৩. মাতার নামঃ আমেনা খাতুন
৪. বর্তমান ও স্থায়ী ঠিকানাঃ গ্রাম-দাসপাড়া, পো+থানা-দাসপাড়া, জেলা-লক্ষ্মীপুর।
৫. জন্ম তারিখঃ ০৫-১২-১৯৮৮।
৬. জাতীয়তাঃ বাংলাদেশি।
৭. ধর্মঃ ইসলাম।
৮. শিক্ষাগত যোগ্যতাঃ
পরীক্ষার নাম | শিক্ষা প্রতিষ্ঠানের নাম | বোর্ড/ বিশ্ববিদ্যালয় | পাসের সাল | প্রাপ্ত গ্রেড |
এসএসসি (বাণিজ্য) | কৃষ্ণ গোবিন্দ উচ্চ বিদ্যালয় | ঢাকা | ২০০৯ | A |
এইচএসসি (বাণিজ্য) | নেত্রকোনা সরকারি কলেজ | ঢাকা | ২০১১ | A |
স্নাতক | নেত্রকোনা সরকারি কলেজ | জাতীয় বিশ্ববিদ্যালয় | ২০১৫ | A |
৯. অভিজ্ঞতাঃ একটি জুনিয়র হাইস্কুলে হিসাবরক্ষক হিসেবে গত তিন বছর যাবৎ শিক্ষগতা করে আসছি।
অতএব, উপযুক্ত যোগ্যতা ও অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে আমাকে উক্ত পদে নিয়োগ করলে কৃতার্থ হব।
সংযুক্তি
১. শিক্ষাগত সনদপত্রের সত্যায়িত অনুলিপি
২. সদ্য তোলা সত্যায়িত ৩ কপি ছবি
৩. চারিত্রিক সনদপত্রের সত্যায়িত কপি
৪. ব্যাংক পে-অর্ডার
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) কলেজে তোমার শেষ দিনের ক্লাস করার অনুভূতি জানিয়ে প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি পাঠাও।
অথবা,
(খ) কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানে
বিপণন কর্মকর্তা পদেনিয়োগের জন্য একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার বন্ধুর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে তাকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কলেজে বিতর্ক প্রতিযোগিতা আয়োজনের অনুমতি চেয়ে অধ্যক্ষের নিকট একটি আবেদনপত্র লেখ।
(ক) তোমার দেখা কোনো সড়ক দুর্ঘটনার বিষয় জানিয়ে বন্ধুকে একটি বৈদ্যুতিন পত্র প্রেরণ কর।
অথবা,
(খ) শিক্ষাভ্রমণে যাওয়ার অনুমতি ও আর্থিক সহায়তা চেয়ে তোমার কলেজের অধ্যক্ষের বরাবর একটি আবেদনপত্র লেখ।
(ক) কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়ানোর অনুভূতি জানিয়ে তোমার প্রবাসী বন্ধুকে একটি বৈদ্যুতিন চিঠি লেখ।
অথবা,
(খ) কোনো মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ লাভের উদ্দেশ্যে একটি আবেদনপত্র রচনা কর।