১.বাংলা উচ্চারণের নিয়ম(৫)
(ক) বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অত্যধিক, আবৃত্তি, উদ্বুদ্ধ, কণ্ঠস্থ, দৌহিত্র, শাশ্বত, সর্বজনীন।
(ক) উত্তরঃ
নিচে বাংলা উচ্চারণের পাচটি নিয়ম দেওয়া হলো-
ক. শব্দের আদিতে যদি স্বাধীন অ কিংবা ব্যঞ্জনে যুক্ত-অ এর ই-কার কিংবা ঈ-কার এবং উ-কার কিংবা ঊ-কার থাকে, তবে উক্ত অ-এর উচ্চারণ ও-কারের মতো হয়। অতিমানব (ওতিমানব্), অংশীদার (ওশশিদার্)।
খ. একাক্ষর (monosyllabic) শব্দের আ সবসময় দীর্ঘ হয়। যেমন- চাঁদ (ছাঁ-দ), বাঁশ (বা-শ্)
গ. এ-কারযুক্ত একাক্ষরবিশিষ্ট ধাতুর সাথে আ-প্রত্যয় সংযুক্ত হলে এ সাধারণত স্বাভাবিকভাবে উচ্চারিত হয় অর্থাৎ এ-এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন-এ, যে, রে, তে।
ঘ. পদের মধ্যে বা অন্তে ব-ফলা থাকলে যুক্ত-ব্যঞ্জনের উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন-পক্ব পোকক্), শাশ্বত (শাশ্শতো)।
ঙ. পদের আদ্য ব্যঞ্জনের সাথে ম-ফলা যুক্ত হলে ঐ ম-এর উচ্চারণ হয় না, তবে ব্যঞ্জনটি ঈষৎ অনুনাসিক হয়। যেমন-স্মৃতি (সৃঁতি), শ্মশ্রু (শঁসরু)।
(খ) উত্তরঃ
শব্দ | উচ্চারণ |
|---|---|
অত্যধিক | ওত্তোধিক্ |
আবৃত্তি | আবৃত্ তি |
উদ্বুদ্ধ | উদবুদধো |
কণ্ঠস্থ | কন্ঠোস্থো |
দৌহিত্র | দৌহিত্ ত্রো |
শাশ্বত | শাশ্ শতো |
সর্বজনীন | শর্বোজোনিন |
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
(ক) 'অ' ধ্বনি উচ্চারণের যে কোনো পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) যে কোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
পর্যন্ত, মধ্যাহ্ন, জিহ্বা, দেখা, ধন্যবাদ, জয়ধ্বনি, স্মৃতি, এক।
(ক) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
আহ্লাদি, পুনঃপুন, মনোমালিন্য, অদ্য, জনশ্রুতি, জিহ্বা, ঐক্য, উদ্যোগ।
অথবা,
(খ) ণ-ত্ব বিধান কাকে বলে? ণ-ত্ব বিধানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
(ক) 'য' ফলা উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
ফলশ্রুতি, ক্ষুদ্রতম, হিংস্র, সমন্বয়, দীনবন্ধু, ব্রহ্মপুত্র, বিজ্ঞপ্তি, প্রত্যক্ষ।
(ক) বাংলা 'ম' ফলা ধ্বনির উচ্চারণের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।
অথবা,
(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের উচ্চারণ লেখ:
অদ্বিতীয়, গ্রীষ্ম, আশ্রম, আহ্লাদি, জনশ্রুতি, প্রজ্বলিত, দ্রষ্টব্য, নিঃসঙ্গ।