২.বাংলা বানানের নিয়ম(৫)

(ক) বাংলা একাডেমির প্রমিত অ-তৎসম শব্দের বানানের যে কোন পাঁচটি নিয়ম লেখ।

অথবা, (খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ :

অহরাত্রি, আশীষ, জেষ্ঠ্য, দূরাবস্থা, পৈত্রিক, বিদুষি, মুহূর্মুহু, স্নেহাশীষ।

CCC 23

ক) উত্তর:

প্রমিত বাংলা বানানের নিয়ম অনুসারে অ-তৎসম শব্দের বানানের নিয়ম-

. সকল অ-তৎসম অর্থাৎ  তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দে কেবল ই এবং উ  কার ব্যবহৃত হয়। যেমন- হাতি, গাড়ি,ভারি,হাতি ইত্যাদি।
. স্ত্রীবাচক ও জাতিবাচক শব্দে ই ও উ কার হবে। যেমন- ইরানি,জাপানি,পুজো,বুড়ি মুলা ইত্যাদি।
. ‘আলি’ প্রত্যয় যুক্ত শব্দে ই কার হবে। যেমন- মিতালি,সোনালি,খেয়ালি ইত্যাদি।
. তদ্ভব, দেশি, বিদেশি মিশ্র শব্দের বানানে দন্ত্য-ন হবে। যেমন- ইরান,কান,কোরান,ধরন ইত্যাদি।
. ‘আনো’ প্রত্যয়ান্ত শব্দের শেষে ও- কার যুক্ত হবে। যেমন- কাওয়ানো,দেখানো,করানো ইত্যাদি।

খ) উত্তরঃ

অহরাত্রি, আশীষ, জেষ্ঠ্য, দূরাবস্থা, পৈত্রিক, বিদুষি, মুহূর্মুহু, স্নেহাশীষ।

অশুদ্ধ

শুদ্ধ

অহরাত্রি

অহোরাত্র

আশীষ

আশিস

জেষ্ঠ্য

জ্যেষ্ঠ

দূরাবস্থা

দুরবস্থা

পৈত্রিক

পৈতৃক

বিদুষি

বিদুষী

মুহূর্মুহু

মুহুর্মুহু

স্নেহাশীষ

স্নেহাশিস

২.বাংলা বানানের নিয়ম(৫) টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

কৃতীত্ব, কর্ণেল, বুৎপত্তি, ব্যঙ, পিপিলিকা, নিরপরাধী, নিক্কণ, স্নেহাশীষ।

(ক) বাংলা একাডেমি প্রণীত প্রমিত বাংলা বানানের পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

অনুসূয়া, মনোপুত, পৈত্রিক, আয়ত্ব, নুপুর, মূর্ছনা, সমিচিন, ইতিমধ্যে।

(ক) বাংলা একাডেমি কর্তৃক প্রবর্তিত সর্বশেষ বানানরীতি অনুযায়ী পাঁচটি নিয়ম উদাহরণসহ লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

অপেক্ষমান, অধিনস্থ, চলশক্তি, কৃচ্ছতা, শান্তনা, মরুদ্দ্যান, মহিয়সী, কেবলমাত্র।

(ক) বাংলা একাডেমি প্রণীত বাংলা বানানের পাঁচটি নিয়ম লেখ।

অথবা,

(খ) নিচের যেকোনো পাঁচটি শব্দের শুদ্ধ বানান লেখ:

বিশবৃক্ষ, মহার্ঘ্য, লক্ষ্মি, প্রদ্বীপ, প্রতীযোগীতা, দীর্ঘজিবি, বৈচিত্র,' খ্রীষ্টাব্দ।